FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

স্টুডেন্টের প্রকারভেদ

স্টুডেন্টের প্রকারভেদ

স্টুডেন্ট ৪ প্রকার :-3

১। ট্যালেন্টেড হারামী -_-

কোনো কাজ কাম নাই সারাদিন কোপাইয়া বই পড়তে থাকে। এদের জন্য প্রতিবেশী এবং লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা বেশি অত্যাচারের শিকার হয়ে থাকে।


২। ফটকা টাইপ :-3

ক্লাসে ভাব নিবে যেন বিদ্যাসাগর এদের মাঝে আবার জন্ম নিছে -_- । কিন্তু রেজাল্ট ডাব্বা মারে।

৩। মিডিয়াম টাইপ

হালকা পড়ে রেজাল্টও হালকা । মা-বাবার কথাও শোনে হালকা -p-
.
৪।সুখী স্টুডেন্ট

এরা প্রতিদিন কোপাইয়া বই পড়ার জন্য টেবিলে বসে কোপাইয়া ফেসবুক চালায় । টিচার, প্রতিবেশী এবং মা- বাবার কাছে এরা ভিআইপি। সব থেকে বড় বৈশিষ্ট্য এদের চামড়ার কাছে গণ্ডারও হার মানবে। এক্কেরে বিন্দাস পার্টি!

*




4 Comments 849 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024