FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

★যে তিন রকমের ক্রাশ আমরা সবাই খাই★

★যে তিন রকমের ক্রাশ আমরা সবাই খাই★

ক্রাশ মানে হচ্ছে কাউকে দেখে ভালো লাগা। ব্যাপারটা খুব নিরীহ ধরনের একটা ভালো লাগা। অনেকটা “দূর হতে আমি তারে সাধিবো, গোপনে বিরহ ডোরে বাঁধিব” টাইপের। ক্রাশের আরেকটা সত্য হচ্ছে ক্রাশ বেশি দিন টেকে না। সবারই দেখা যায় দু-এক মাস পর পর নতুন কারো ওপর ক্রাশ খাওয়া হয়।

ক্লাসে ক্রাশ

স্কুল- কলেজ- ইউনিভার্সিটিতে ক্রাশ খাননি এমন মহামানব/মহামানবী পাওয়া কঠিন। দিন শেষে দেখা যায়, সারাদিন ক্লাসে বসে “ক্রাশের” দিকে অপলক নয়নে তাকিয়ে থাকা ও স্যারের হাতে ঝাড়ি খাওয়া একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে।

বাসে ক্রাশ

ঠিক বাসে ক্রাশ না। ব্যাপারটা হচ্ছে পথে ঘাটে বা কোথাও ঘুরতে গিয়ে হঠাৎ কারো ওপর ক্রাশ খেয়ে যাবেন। এটাই "বাসে ক্রাশ"। এই ক্রাশ হলে ক্রাশের মানুষকে সারাদিন লুকিয়ে লুকিয়ে দেখবেন, কিন্তু কথা বলা আর হবে না কখনোই।

ঘাসে ক্রাশ

এটা হচ্ছে ফেসবুকে ক্রাশ খাওয়া। যেহেতু এটা "ছাগলামি" টাইপ বোকামি, সেহেতু ঘাসে ক্রাশ। দিনে একবার হলেও ক্রাশের প্রোফাইলে যাবেন। তার পোস্টে সবার আগে লাইক দেবেন। তার ছবিতে কেউ কমেন্ট করলেই মনে মনে খিস্তিখেঁউড় করবেন। কিন্তু কখনোই চ্যাটে নক করা হবে না। নক করলেও রিপ্লাই পাবেন না। এটাই হচ্ছে ঘাসে ক্রাশ।

আহারে, আহারে, কোথায় পাবো তাহারে!

*




5 Comments 990 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024