FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

✯ স্থপতি => প্রফেসর লুই আই কান ।
✯ ডিজাইন => হেনরি এন. উইলকটস।
✯ স্ট্রাকচারাল ডিজাইনার => হ্যারি এম পামবাম।
✯ সংসদ ভবন নির্মাণে সিদ্ধান্ত => ১৩ জুন ১৯৫৯।
✯ জমি অধিগ্রহণ => ১৯৬১ সালে।
✯ নির্মাণ কাজ শুরু => ১৯৬৪-৬৫ অর্থবছরে।
✯ সংসদ ভবনের এলাকার আয়তন => ২১৫ একর।
✯ সংসদ ভবনের আয়তন => ৩.৪৪ একর।
✯ সংসদ ভবনের উচ্চতা => ১৫৫ ফুট ৮ ইঞ্চি।
✯ দেওয়ালের ব্যাস => ১২ ইঞ্চি - ২৪ ইঞ্চি।
✯ ভবনের প্রধান অঙ্গ => ৩টি (সংসদ ভবন, দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা)।
✯ সংসদ কক্ষের উচ্চতা => ১২২ ফুট।
✯ দরজা => ১,৬৩৫টি।
✯ জানালা => ৩৩৫টি।
✯ সিঁড়ি => ৫০টি।
✯ টয়লেট => ৩৪০টি।
✯ লিফট => ২৪টি।
===============
সংসদের আসন ব্যবস্থাঃ
===============
✯ সংসদ সদস্যদের জন্য আসন => ৩৫৪টি।
✯ বিশিষ্ট অতিথিদের জন্য আসন => ৫৬টি।
✯ কর্মকর্তাদের জন্য আসন => ৪১টি।
✯ সাংবাদিকদের জন্য আসন => ৮০টি।
✯ দর্শকদের জন্য আসন => ৪৩০টি।

*




1 Comments 654 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024