FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

কাউকে উপকার করলে প্রতিদান অবশ্যই প্রাপ্য।

কাউকে উপকার করলে প্রতিদান অবশ্যই প্রাপ্য।

চাইনিস একটা ভিডিও তে দেখেছিলাম,৮/৯ বছরের এক ছেলে ফার্মেসী থেকে ঔষধ চুরি করেছে।ফার্মেসীতে বসা মহিলাটি চোর চোর বলে ডেকে ছেলেটিকে আঘাত করতেছিল।এ দৃশ্য দেখে পাশের দোকানের এক স্যুপ বিক্রেতা এগিয়ে আসল,যখন জানতে পারল ছেলেটির মা অসুস্হ তাই টাকার অভাবে ঔষধ চুরি করেছে,তখন ঔষধের দাম পরিশোধ করে দিল এবং দোকান থেকে এক প্যাকেট স্যুপ দিয়ে বিদায় করে দিল।
.
৩০ বছর পর হঠাত্ ঐ স্যুপ বিক্রেতা প্রচন্ড অসুস্হ হয়ে যায়।তার চিকিত্সার জন্যে অনেক টাকা লাগবে।যা তার আয়ত্বের বাহিরে ছিল।স্যুপ বিক্রেতার মেয়েটি প্রচন্ড চিন্তায় পতিত হয়।হঠাত্ একটি চিঠি আসে যে চিঠি টি তে মেডিকেলে সকল চিকিত্সা বাবদ খরচ 0 ভ্যাট লেখা থাকে এবং আরো লেখা থাকে যে....
All expenses paid 30 years ago, with 3 packs of painkillers and a bag of soup..
.
মায়ের অসুস্হতার জন্যে ঔষধ চুরি করা ছেলেটিই বড় হয়ে ডাক্তার হয় এবং স্যুপ বিক্রেতার উপকারটি ৩০ বছর পর শোধ করে।
.
কেউ ভালো মনে কাউকে উপকার করলে তার প্রতিদান অবশ্যই পাবে।ঐ ব্যক্তি প্রতিদান না দিলেও সৃষ্টিকর্তা থেকে উপকার করা ব্যক্তিটি প্রতিদান পাবে।এটাই বাস্তবতা.....

*




3 Comments 596 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024