FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

রহিম বাদশাহর গাড়ি

রহিম বাদশাহর গাড়ি

রহিম বাদশাহর অনেক দিনের সখ একটা গাড়ি কেনার। কিনি কিনি করেও তিনি কিনতে পারছেন না। একবার গাড়ি কিনতে গিয়ে ঘোড়ার বাচ্চা কিনে বাড়ি ফিরলেন। সে ঘোড়া আবার বড় হবার আগেই মারা যায়। গাড়ি কেনার ইচ্ছাটা আজও আছে তার। রাস্তায় বের হতেই তিনি একটা বিলবোর্ড দেখেলেন: “এখানে ড্রাইভার পাওয়া যায়”। দ্রুত সেখানে চলে যান।

-কিরুম ডাইবার আছে আমনের 'টাইন?

-অল কাইন্ডস অফ ... স্যার! কি গাড়ি আপনার, স্যার?

-গাড়ি তো ব্যাডা অহনও কিনছি না। সামনে বৈশাখে বাদাম বেচুনের টেহা পাইয়াই কিননালবাম।

-গাড়ি ছাড়া আপনি ড্রাইভার দিয়ে কি করবেন?

-আরে ব্যাডা আজগা ঔক কালহা ঔক, গাড়ি তো কিনবাম। আগে থেইক্কা ডাইবার রাহলে ঝামেলা কুনহান দিয়া ধরতারলামনা। দুনিয়ার বেবাক কাম এডভান্স। রহিম বাদশাহও এডভান্স।

-স্যার মাসে বেতন দিতে হবে ১০ হাজার। আর দুই বেলা খাবার দিবেন। দুই ঈদে দুইটা জিন্স প্যান্টও দিতে হবে।

-লুঙ্গি পিন্দে না?

-না স্যার! স্মার্ট ড্রাইভার তো।

-হে কৌতুক ফারে ত?

-স্যার সে ড্রাইভার। সে কৌতুক পারবে কেন?

-আরে ব্যাডা বেইন্না বালা আমি গাড়িত উঠলে, হে এককান কৌতুক না হুনাইলে আমার দিন বালা যাইবো?

-হে ঘোড়া চালায়ার ফায়?

-মনে হয় ঘোড়া হাটাইতে পারে স্যার।

এখন “ড্রাইভার” সবসময় রহিম বাদশাহর সাথে সাথে থাকে। রহিম বাদশাহর সাফ কথা:

“গাড়ি নাই দেইক্কা কি ডাইবার রাহুন যাইত না”?

#Collected

*




0 Comments 666 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024