FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন । ফল দিয়ে ত্বকের যত্ন..!!

ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন । ফল দিয়ে ত্বকের যত্ন..!!

ত্বকের যত্নে সাধারণত আমরা ফল খেয়ে থাকি। কিন্তু কিছু ফল রয়েছে যা সরাসরি ত্বকে লাগানো যায়। এসব ফল আপনার তারুণ্য ধরে রাখবে। এগুলোর মাস্ক বানানোর তেমন প্রয়োজন পড়ে না।

আসুন জেনে নেই এমন কিছু ফলের নাম যা সরাসরি ত্বকে লাগানো যায়। যা আপনার তারুণ্য ধরে রাখবে।

কলাঃ


কলা সরাসরি ত্বকে লাগানো যায়। ত্বকের পোড়াভাব কমাতে কলা ব্যবহার করতে পারেন।

যেভাবে লাগাবেন

একটি ছোট কলা নিন। একে হাত দিয়ে চটকে নিন। এবার এই কলা মুখের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তরমুজঃ


তরমুজ ত্বকের টোনার ও অ্যান্টি এইজিং উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের বাড়তি তেল উৎপাদন কমাবে এবং ত্বক উজ্জ্বল করবে।

যেভাবে লাগাবেন

কয়েকটি তরমুজের টুকরো নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন। এই তরমুজের জুসকে তুলার বলের মধ্য দিয়ে মুখের মধ্যে মাখুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

স্ট্রবেরিঃ


স্ট্রবেরির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। স্ট্রবেরি ত্বকের জন্য উপকারী।

যেভাবে ব্যবহার করবেন

কয়েকটি স্ট্রবেরি ব্ল্যান্ড করে নিন। একে মুখে মাখুন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

আপেলঃ


ত্বকের টেক্সচার ভালো করার জন্য নিয়মিত আপেল ব্যবহার করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

আপেল কেটে টুকরো করুন।টুকরোগুলো ব্ল্যান্ড করে নিন। তবে এর মধ্যে পানি মেশাবেন না। এই মিশ্রণ দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আপেল কেটে টুকরো করুন।টুকরোগুলো ব্ল্যান্ড করে নিন। তবে এর মধ্যে পানি মেশাবেন না। এই মিশ্রণ দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন৷
.

#COLLECTED

*




0 Comments 643 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024