FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

পশুর শিক্ষা আর আমাদের লজ্জা।

পশুর শিক্ষা আর আমাদের লজ্জা।

২০০৫ সালের কথা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার ৩৫১ কিলোমিটার উত্তর পশ্চিমের কেফা এলাকার এই বাচ্চা মেয়েটাকে এলাকার কিছু বখাটে উত্ত্যক্ত করতো। এর ভেতরে একজন বিয়ের প্রস্তাব দিয়েছিলো। মেয়ে রাজিনা দেখে তারা ৭ বন্ধু মিলে একদিন কিডন্যাপ করে মেয়েকে। বহুদূরের জনাকীর্ণ এক ঘাসের এলাকায় এক সপ্তাহ আটকে রেখে প্রচন্ড মারধর করা হয় তাকে রাজি করানোর জন্য। বলা হয় যে রাজি না হলে গ্যাং রেইপ এর শিকার হবে অনতিকালবিলম্বেই। এই সময় হঠাৎ উঁচু ঘাসের প্রান্তর থেকে বেশ কয়েকটা সিংহের বিকট শব্দ ভেসে আসে এবং কয়েক সেকেন্ডের ভেতরেই বিরাট এক সিংহের বাহিনী চলে আসে সামনে। সেই ৭ বখাটে পড়িমড়ি করে কে কোথায় ভাগলো তার ঠিক নাই। এই সিংহের পাল এই বাচ্চাকে পুরো দুইদিন ধরে পাহারা দিয়ে রেখেছিল। ক্ষুধার্ত সিংহগুলো কোন এক অদ্ভুত কারণে মেয়েটাকে ছুঁয়েও দেখেনি, শুধু পাশে বসেছিলো। পরের দিন ৯ জুন সার্জেন্ট ওন্দিমো ওয়াদাজো তাকে খুঁজে পায় অই অবস্থায়। ৭ বখাটের ৪ জন ধরা পড়ে সেই বছরেই। মেয়েও সুস্থ হয়ে উঠে ধীরেধীরে। সেদিনের সে সিংহগুলোকে সে ভুলতে পারেনি এবং বহির্বিশ্ব অই সিংহের এই ধরণের অদ্ভুত আচরণ সম্পর্কে আজো কোন সিদ্ধান্তে আসতে পারেনি।

তবে যাই হোক, কোন লৌকিক বা অলৌকিক প্রশ্ন নয়,মনে হচ্ছে যে সেদিনের সে সিংহ গুলো পৃথিবীর তাবৎ মনুষ্য জাতিকে একটিবার লজ্জা দিয়ে গেলো।
*



( Tnx Asif bhai ❤)

*




1 Comments 633 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024