FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

নির্জনে গুনাহ থেকে বেচেঁ থাকা

নির্জনে গুনাহ থেকে বেচেঁ থাকা

*

হেদায়াতের পথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়-
নির্জনে গুনাহ থেকে বাঁচা
.
প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা অপেক্ষাকৃত
সহজ। মানুষের স্বভাবই হলো, সে মানুষের
কাছে ছোট হওয়া, ঘৃণিত হওয়া পছন্দ করে
না। সে ঐ সব কাজ থেকে বেঁচে থাকে,
যা তাকে মানুষের চোখে হেয় করবে।
তাই মানুষ প্রকাশ্যে গুনাহ করা থেকে
বেঁচে থাকে।
.
কিন্তু যখন মানুষ একা থাকে, তখন এই ভয়
তার থাকে না। একাকীত্বে নিজেকে
নিয়ন্ত্রন করা তাই কঠিন হয়ে দাঁড়ায়।
প্রকৃত মুত্তাকী ও মুখলিসগন ব্যতীত
নির্জনে গুনাহ থেকে আর কেউ বাঁচতে
পারে না।
তাই
"তাক্বওয়ার আসল মানদন্ডই হলো নির্জনে
গুনাহ থেকে বাঁচার যোগ্যতা"।
আমি একা থাকা অবস্থায় আমার আল্লাহ
তায়ালাকে কতটুকু ভয় করলাম, এটিই
তাক্বওয়ার আসল নির্দেশক।
.
একাকীত্বে আল্লাহ তায়ালাকে ভয় করা
এটিই আসল তাক্বওয়া। মানুষের সামনে
মুত্তাকী সাজা তো খুব সহজ, কিন্তু প্রকৃত
মুত্তাকী হওয়া কঠিন মেহনত ও
মুজাহাদার উপর নির্ভরশীল।
মানুষ এই ভেবে প্রকাশ্যে গুনাহ করে না -
মানুষ আমাকে খারাপ ভাববে, মানুষ
আমাকে বেহায়া বলবে। আসলে বেহায়া
তো সে, যে আল্লাহ তায়ালাকে লজ্জ্বা
করে না।
মানুষ আমাকে নেককার মনে করলো, অথচ
ভেতরে ভেতরে আমি আল্লাহ তায়ালার
অবাধ্যতা করলাম। এটি তো এক ধরনের
কপটতা। সাহাবা রাঃ ভেতর ও বাহিরের
মধ্যে পার্থক্য অনুভব করলে সেটিকে
নিফাক মনে করতেন। নিজেকে মুনাফিক
ভাবতেন।
আল্লাহ আমাদের সবাইকে গোপন গুনাহ
থেকে বেচেঁ থাকার তোফিক দান করুন।

*




2 Comments 587 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024