FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

যে ৫২ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার আদেশ হাইকোর্টের জেনে নিন সুস্থ থাকুন

যে ৫২ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার আদেশ হাইকোর্টের জেনে নিন সুস্থ থাকুন

*

বিএসটিআই-এর পরীক্ষায় নিম্নমানের ৫২ ভোগ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভেজাল প্রতিরোধে প্রয়োজন হলে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে বলেও মন্তব্য আদালতের।

গত ৩ মে ও ৪ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, বিএসটিআই সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি পণ্য নিম্ন মানের ও ভেজাল রয়েছে। এর আগে গত ২ মে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের এ রিপোর্ট প্রকাশ করে বিএসটিআই।

১) তীর ব্র্যান্ডের সরিষার তেল
২) জিবি ব্র্যান্ডের সরিষার তেল
৩) পুষ্টির সরিষার তেল
৪) রূপচান্দার সরিষার তেল
৫) সান ব্র্যান্ডের চিপস
৬) আরা ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৭) আল সাফি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৮) মিজান ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৯) মর্ণ ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১০) ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার
১১) আর আর ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১২) দিঘী ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১৩) প্রাণের লাচ্ছা সেমাই
১৪) ডুডলি ব্র্যান্ডের নুডলস
১৫) টেস্টি তানি তাসকিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার
১৬) প্রিয়া সফট ড্রিংক পাউডার
১৭) ড্যানিশ ব্র্যান্ডের হলুদের গুড়া
১৮) প্রাণের হলুদের গুড়া
১৯) ফ্রেস ব্র্যান্ডের হলুদের গুড়া
২০) এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুড়া
২১) প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার
২২) ড্যানিস ব্র্যান্ডের কারী পাউডার
২৩) বনলতা ব্র্যান্ডের ঘি
২৪) পিওর হাটহাজারির মরিচের গুড়া
২৫) মিষ্টিমেলার লাচ্ছা সেমাই
২৬) মধুবনের লাচ্ছা সেমাই
২৭) মিঠাই এর লাচ্ছা সেমাই
২৮) ওয়েল ফুডের লাচ্ছা সেমাই
২৯) এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ
৩০) মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ
৩১) কিং ব্র্যান্ডের ময়দা
৩২) রূপসা ব্র্যান্ডের দই
৩৩) মক্কা ব্র্যান্ডের চানাচুর
৩৪) মেহেদি ব্র্যান্ডের বিস্কুট
৩৫) বাঘাবাড়ী স্পেশালের ঘি
৩৬) নিশিতা ফুডসের সুজি
৩৭) মধুযুলের লাচ্ছা সেমাই
৩৮) মঞ্জিল ফুডের হুলুদের গুড়া
৩৯) মধুমতি ব্র্যান্ডের আয়োডিন যুক্ত লবণ
৪০) সান ব্র্যান্ডের হলুদের গুড়া
৪১) গ্রীনলেনের মধু
৪২) কিরণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৩) ডলফিন ব্র্যান্ডের মরিচের গুড়া
৪৪) ডলফিন ব্র্যান্ডের হলুদের গুড়া
৪৫) সূর্য ব্র্যান্ডের মরিচের গুড়া
৪৬) জেদ্দা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৭) অমৃত ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৮) দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ
৪৯) তিনতীরের আয়োডিনযুক্ত লবণ
৫০) মদিনা, স্টারশীপের আয়োডিনযুক্ত লবণ
৫১) তাজ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ
৫২) নূর স্পেশালের আয়োডিন যুক্ত লবন

সূত্রঃ TheDailyStar


*




11 Comments 1124 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024