FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

জীবন যাদের সাপোর্ট দেয়না,শাওলি(মেয়ে,চীন) তাদের অনুপ্রেরণা।

জীবন যাদের সাপোর্ট দেয়না,শাওলি(মেয়ে,চীন) তাদের অনুপ্রেরণা।

*

২০১৬ সালের অক্টোবরের কথা। চীনের সেনজেন প্রদেশের একটা অফিসের কেরানি ছিল এক সুন্দরী মেয়ে। নাম তার xiaoli(শাওলি)। শাওলির বাবা মা খুবই গরীব ছিল। কিন্তু শাওলির ছিল উচ্চাকাঙ্ক্ষা। সে স্বপ্ন দেখতো গাড়ি বাড়ি করবে। কিন্তু চাকরি পেল সামান্য বেতনের। এই টাকা দিয়ে স্বপ্ন পূরণের সম্ভাবনা নেই বললেই চলে। ফ্যামিলি ব্যাকাপ ও নেই। শাওলি দিন রাত ভাবে আর ভাবে কীভাবে এই কাজ করা যায়। শহরের বাড়ির দাম ও দিন দিন বেড়ে চলেছে এদিকে। শাওলি একটা লম্বা পরিকল্পনা নেয়। সে খুব ভালো ফ্লার্ট করতে পারতো। এই ক্ষমতা দিয়ে সে বছর খানেকের ভেতরে ২০ জন ছেলে পটিয়ে ফেলে। এর ভেতরে অর্ধেক তার কলিগ। কিন্তু সে এতই পটু মেয়ে যে ২০ জন প্রেমিকের কেউই জানত না বাকি ১৯ জনের কথা। শাওলি সবাইকে টাইম দিতো এবং এক সময় সে ২০ জন প্রেমিকের সবাইকে একটা প্রস্তাব দিয়ে রাখে যে জন্মদিনে তাকে আইফোনের লেটেস্ট ভার্শন ( সেসময় ছিল 7plus) টা গিফট করতে হবে। শাওলি এত কনভিন্সিং মেয়ে ছিল যে প্রত্যেকেই রাজি হয়ে যায় দিতে। জন্মদিনের দিন সে হাতে পেয়ে যায় ২০ টা iphone 7s. পরের দিন সে huisoubao নামের একটা সাইটে নিলামে বিক্রি করে দেয় 14,700 পাউন্ডে। ওয়েব সাইটের কর্মচারীরা এক জনের কাছে এত নতুন ফোন দেখে অবাক হয়ে গোপনে শাওলির এক মেয়ে কলিগ তিঁকোয়োবা-র সাথে যোগাযোগ করে। তিঁকোর অনুসন্ধানে এই ২০ প্রেমিকের কথা জানাজানি হয়ে যায়। চীনে ফেসবুকের বদলে যে সাইট টা চালু আছে সেটা হল তিয়ানিয়া। তিয়ানিয়াতে পাবলিক স্ট্যাটাস দিয়ে তিঁকো এই অবাক করা ব্যাপার জনসমক্ষে আনে। এর পরে কোটি কোটি মেয়ে শাওলিকে বয়ফ্রেন্ড ম্যানেজের উপায় জানার জন্য মেসেজ দিতে থাকে আর #20boyfriendforhouse লিখে স্ট্যাটাস দেয়া শুরু করে। শাওলি বিরক্ত হয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম অফ করে দেয়। ২০ লোক কবে জানলো কি জানলো না সেটা আমি জানি না তবে যতদিনে সাংবাদিকরা এটা জানলো ততদিনে শাওলি তাঁর প্রেমিকদের আইফোনের টাকায় কেনা স্বপ্নের বাড়ির নরম বিছানায় শুয়ে ফুল ভলিউম এ গান ছেড়ে আরামসে প্রেম করে চলেছে।

জীবন যাদের সাপোর্ট দেয়না, শাওলি তাঁদের অনুপ্রেরণা 😄
ক্রেডিট ঃ - আসির মোসাদ্দেক সাকিব ভাই।
সূত্র-
বিবিসি, ২৯ অক্টোবর ২০১৬
দ্য ডেইলি মেইল, ১ নভেম্বর ২০১৬

*




3 Comments 677 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024