FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

পানির রহস্য!!!

পানির রহস্য!!!

*

Writer :-KM Saju Ahmed
পানি আল্লাহ তায়ালার এক বিস্ময় সৃষ্টি। এই বিস্ময়কর সৃষ্টি নিয়ে আমরা ক, জনই বা গবেষণা করি।তবে সম্প্রতি জাপানের একজন গবেষক অধ্যাপক মাসার" ইমোটো তার গবেষণার মাধ্যমে অত্যন্ত চমকপ্রদ কথা জানিয়েছেন। পানি নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি দেখেন যে,পানির অনুগুলো মানবীয় অনুভূতির মাধ্যমে ও মানুষের কথায় প্রভাবিত হয়। জমাটবদ্ধ পানির বিভিন্ন নমুনার মধ্যে তিনি নানা পরীক্ষা -নিরীক্ষা করেন। তিনি বলেন - পানির অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশই পরিবেশের সাথে মানিয়ে চলে। মানুষের আবেগ উত্তেজনা,চিন্তা -ভাবনা, মতামত, দোয়া -মোনাজাত পানির অনু-পরমাণুর উপর প্রভাব ফেলে। প্রমান স্বরুপ তিনি নির্দিষ্ট পরিমাণ পানিকে বলেছেন, ভালবাসি,এরপর তিনি ঐ পানিকে বরফে পরিণত করে তার অনুগুলোকে অনুবীক্ষন যন্ত্রের নিচে রেখে দেখেন যে,সেগুলো বেশ সুন্দর হয়েছে। এরপর তিনি পানিকে ভালবাসি না বলে একই রকম পর্যবেণ চালিয়ে দেখেন যে,পানির অনুগুলো আর আগের মত সুন্দর নেই। অধ্যাপক মাসারো ইমাটোর গবেষণায় আরো একটি চমকপ্রদ বিষয় ধরা পড়ে।তা হলো দোয়া বা প্রার্থনা খুব দ্রুত পানির অণুর উপর প্রভাব ফেলে। তিনি জমজমের পানি নিয়েও গবেষণা করেন। তিনি বলেন -জমজমের পানির সমতুল্য কোনো পানি পৃথিবীতে নেই। জমজমের একটি ফোঁটা পানি সাধারণ এক হাজার ফোঁটা পানির সাথে মিশালে সাধারণ পানিও জমজমের পানির মত বৈশিষ্ট্য অর্জন করে। তিনি অনেক পরীক্ষা-নিরীক্ষা করে জমজমের পানির বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যার্থ হন।

*




4 Comments 627 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024