FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ক্রিয়েটিভ চট্টগ্রাম

ক্রিয়েটিভ চট্টগ্রাম

*

বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ জায়গা নিঃসন্দেহে চিটাগাং

বাংলাদেশের শতকরা ৯০ ভাগ গায়ক, লেখক, চিত্রকার, সুরকার উঠে এসেছে এই এলাকা থেকে

আমি যতবারই চিটাগাং যাই, মনটাই ফ্রেশ হয়ে যায়

খয়েরী পাহাড়, নীল সমুদ্র আর সবুজে ঘেরা একটা চমৎকার এটা শহর

এখান থেকে ক্রিয়েটিভ মানুষ উঠে আসবে না তো কোথা থেকে আসবে

দেশের বড় বড় ব্যবসায়ীরা চিটাগাং এর... এদেশের বেশীরভাগ নিজস্ব খেলাগুলোর উদ্ভাবনও হয়েছে চিটাগাং থেকেই (জব্বারের বলি খেলা, নৌকা বাইচ)

বিগ স্ক্রিনের শাবানা থেকে টিভি স্ক্রিনের আলি জাকের... বা স্ক্রিনের বাইরে রেম্পের নোবেল উফফ নাম বলে শেষ করা যাবে না

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ...জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র... সে যুগের কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে পার্থ বড়ুয়া হয়ে আইয়ুব বাচ্চু, জেমস সবাই চিটাগাং এর প্রোডাক্ট

আসলেই নাম বলা শুরু করলে আজ লেখা শেষ হবে না

যে সকল বড় মনের মানুষেরা অমর হয়ে আছে তাদের বেশিরভাগই চিটাগাং এর মাটিতে অমর হয়ে আছেন ... শুধু বায়েজিদ বোস্তামির কথাই ধরি 😑 মা চেয়েছে পানি... সেই পানির গ্লাস ধরে সারারাত দাঁড়িয়ে থাকার জন্য কলিজা লাগে

আরে ভালবাসার কারণে বিমান ছিনতাই এর ঘটনাও ঘটিয়েছে চিটাগাং এরই এক প্রেমিক বান্দা

প্রীতিলতা সেন... আহমেদ ছফা...সূর্যসেন... ড. মোহাম্মদ ইউনুস... উস্তাদ আলাউদ্দিন খাঁ...তামিম ইকবাল... আচ্ছা তামিম থাউক, ও যেহেতু রেস্টে আছে রেস্টেই থাক

না সিরিয়াসলি, আমি প্রথম যেদিন চিটাগাং যেয়ে মুগ্ধ হয়েছি সেদিন থেকে খোঁজা শুরু করেছি চিটাগাং এর বিখ্যাত মানুষদের... খুঁজতে যেয়ে দেখি চিটাগাং এর বাইরে ক্রিয়েটিভ মানুষের সংখ্যা আসলেই কম

আমি চিটাগাং এর গুণগান গাইছি কারণ চিটাগাং এর মেয়র আমাকে টাকা দিবে সেই কারণে না... আসলেই মন থেকে ভালো লেগে গেছে এই শহরটাকে

আমরা ঢাকার ছেলে মেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে যেতাম ময়লা পার্কে... আর তারা যায় পতেঙ্গার পানিতে বা পাহাড়ের চূড়ায় পা ঝুলিয়ে বসে থাকতে

ক্রিয়েটিভ হবে না কেমনে তারা?

পর্তুগীজরা বুঝেই এই শহর সেই ১৫৩৭ সালেই দখল করতে এসেছিল

আর আমরা বুঝলাম না

প্রতিটা অভিভাবকেরই উচিত তাদের সন্তানদের কিছু দিনের জন্য হলেও চিটাগাং এর কোন বোর্ডিং স্কুলে রেখে আসা

একটু থেকে আসুক ক্রিয়েটিভ এনভায়েরমেন্টে

খুলে আসুক মাথা

দে স্কুল ফাঁকি ইচ্ছে হলে... হোমওয়ার্ক কর পাহাড়ি গান শুনতে শুনতে... হোমওয়ার্ক ফেলে ইচ্ছে হলে মহেশখালীর মিষ্টি পান চিবুতে চিবুতে পা ডুবিয়ে বসে থাক পতেঙ্গায়... রাঙামাটির হ্রদ দেখে আয়... খাগড়াছড়ির তৈদুছড়া ঝর্ণা, রিসাং ঝর্ণায় ডুব দে যত ইচ্ছে... ভুলিসনা যেতে দেবতার পুকুর বা, নিউজিল্যান্ড পাড়ায়

এই ঢাকা শহরে দালান কোঠার ভিড়ে তারা ব্রড কিছু চিন্তাই করতে পারছে না

এখানে যে মানুষটার সাথে মিশছে তার কাছ থেকেও যে ব্রডনেস শিখবে তারও উপায় নেই... সেই মানুষটাও তো দিন শেষে বাসায় যেয়ে ঘুড়ি উড়ায় কম্পিউটারে, শেখাবে কি?

খুব বন্ধ হয়ে আসছে দম এই বাণিজ্যিক ঢাকায়

চোখের সামনে দেখছি বেড়ে উঠছে মাথা ফাঁকা একের পর এক জেনারেশান

এদেরই বা কি দোষ?

Arif R Hossain

*




1 Comments 410 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024