FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

সুখ নিজের কাছেই

সুখ নিজের কাছেই

*

যে নৈঃশব্দ তোমায় ঘিরে রাখে, তা কি তোমার জন্য আশীর্বাদ নয় ? যে নৈঃসঙ্গ তুমি অনুভব কর, তা কি তোমার অর্জন নয় ? সেসবের অন্ধকার দিকটিই হয়তো তুমি দেখতে পাও। সকরুণ চিত্রটাই হয়তো তোমায় আন্দোলিত করে। অপর পৃষ্ঠে লুকিয়ে থাকা ঘনীভূত আলো—তোমার দৃষ্টি এড়িয়ে যায়। পৃথিবীর অন্তরালে এই যে রক্তপাত, একে সামান্য ভেবোনা। তোমার আত্মা যদি তীরবিদ্ধ না হয়, তবে সে সার্থক হবে কিসে ? জন্ম যখন নিয়েছ, কষ্ট তো তোমার প্রাপ্যই ছিল। পৃথিবীর আদিমতম মানব-মানবীকে তুমি অবশ্যই জানো। তাঁরাও কি রক্ত আর অশ্রুর পথ পাড়ি দেননি ? বস্তুত. নিয়তির অমোঘ ঘোষণাকে কেউই এড়াতে পারেনা। নৈঃশব্দকে নিরর্থক প্রতিপন্ন কোরনা। বরং, তার অসামান্য ভাষাকে উপলব্ধির চেষ্টা কর। যা তোমার দুঃখ, তাই অবশেষে তোমার সুখে পরিণত হবে।

পিঁপড়া মামুন
৩০-০৮-২০১৯

*




0 Comments 444 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024