FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আলো জ্বালিয়েছেন তো???

আলো জ্বালিয়েছেন তো???

*

আলো জ্বালিয়েছেন তো?
.
পুরুষদের জন্য মসজিদে সালাত পড়ার বাধ্যবাধকতা, মসজিদে সালাত পড়ার সওয়াবের কথা আমরা সবাইই কম- বেশি জানি। কিন্তু আমরা কি জানি কখনো কখনো মসজিদের চেয়ে বাসাতেই সালাত পড়া উত্তম?
.
রাসূল ﷺ এর এই হাদিসটি লক্ষ করুন, “হে লোকসকল, তোমরা ঘরে সালাত আদায় করো। কারণ, ফরয সালাত ছাড়া সকল সালাত ঘরে পড়াই উত্তম।” [সহীহ বুখারি, ৭৩১]
.
রাসূল ﷺ এই হাদিসটি মদিনার লোকদের উদ্দেশ্যে বলেছিলেন। যাদের সামনে ছিল মাসজিদুন নববীতে সালাত পড়ার সুযোগ। তারপরেও তিনি তাদের ঘরে সালাত পড়তে উদ্বুদ্ধ করেছেন।
.
রাসূল ﷺ আমাদের আরও বলেছেন, “সবার সামনে সালাত পড়ার চেয়ে কারও জন্যে ঘরে সালাত পড়া ততটাই ভালো, যতটা ভালো কারও একা একা সালাত পড়ার চেয়ে জামাতে সালাত আদায় করা।” [ইবনে আবি শাইবা, হাদিস নং ৬৪৫৫]
.
এ কারণে কোনো কোনো আলেম উল্লেখ করেছেন, ‘‘বাসায় বসে নফল সালাত আদায় করা সবচেয়ে পবিত্র তিনটি মসজিদে (১. মাসজিদুল হারাম, মক্কা; ২. মাসজিদুন নববী, মদিনা; ৩. মাসজিদুল আকসা, জেরুজালেম) নফল সালাত আদায় করার চেয়েও উত্তম।’’ [মাতালিবু উলিন নুহা, ২/৩৮৩]
.
আবার কেউ কেউ বলেছেন, ‘‘কাবার মধ্যে নফল সালাত আদায় করার চেয়েও ঘরে নফল সালাত আদায় করা উত্তম।’’ [দালিলুল ফালিহিন, ৬/৬০১]
.
অথচ আমরা সবাই এ বিশাল সওয়াব থেকে না জানার কারণে নিজেকে বঞ্চিত করি। মসজিদে এটি আরও ভালোভাবে লক্ষ করা যায়। দেখা যায়, ফরয সালাত শেষে বাকি সালাতটুকু পড়তে সবাই সাথে সাথেই দাঁড়িয়ে যাচ্ছে। অথচ ‘‘রাসূল ﷺ এর সুন্নাহ ছিল বাসায় গিয়ে সালাত (ফরয ব্যতীত) আদায় করা’’ [সহীহ মুসলিম, ৭৩০]
.
ইমাম নববী (র.) এ ব্যাপারে বলেছেন, “(নফল সালাত ঘরে পড়াই) ভালো। কারণ, এতে লোক দেখানোর কোনো ব্যাপার থাকে না আর এর ফলে নিজের ভালো আমলগুলো নষ্ট হবার আশঙ্কাও থাকে না। এই সালাতগুলো দ্বারা ঘর বরকতপূর্ণ হয়। (আল্লাহ তা‘আলার) রহমত ও ফেরেশতারা (সে ঘরে) অবতীর্ণ হয়। আর শয়তান সেখান থেকে পালিয়ে যায়।” [শরহু মুসলিম, ৬/৬৮]
.
আমাদের সকল সালাত মসজিদ কেন্দ্রিক হয়ে যাওয়ায় সালাতের কল্যাণ থেকে আমাদের ঘর বঞ্চিত হয়। কিন্তু এমনটা করতে রাসূল ﷺ নিষেধ করে বলেছেন, “কিছু সালাত ঘরে পড়ো। তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না।” [সহীহ বুখারি, ৪৩২]
.
আমরা সুন্দর সুন্দর পেইন্টিং লাগিয়ে, সিলিং এ ঝাড়বাতি ঝুলিয়ে, নানান রঙের বাল্ব জ্বালিয়ে আমাদের ঘরকে আলোকিত করতে চাই। অথচ যে কাজটা সত্যিই আমাদের ঘরকে আলোকিত করে সেটার কথা ভুলে যাই।
.
যে আলোর কথা বলেছেন উমার (রা.), “ঘরে সালাত আদায় করা হচ্ছে নূর। এর দ্বারা তোমাদের ঘরকে আলোকিত করো।” [ইবনে আবি শাইবা, ৬৪৬০]
.
মূলঃ 'হারিয়ে যাওয়া মুক্তো'
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ শিহাব আহমেদ তুহিন (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

*




2 Comments 382 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024