FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

কবীরা গুনাহ্‌সমূহ কি??

কবীরা গুনাহ্‌সমূহ কি??

*


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আমার (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুঈন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) –এর কাছে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! কবীরা গুনাহ্‌সমূহ কি? তিনি বললেন, আল্লাহ্‌র সাথে শরীক করা। সে বলল, তারপর কোন্‌টি? তিনি বললেনঃ তারপর পিতা-মাতার অবাধ্যতা। সে বলল, তারপর কোন্‌টি? তিনি বললেনঃ তারপর মিথ্যা কসম করা। আমি জিজ্ঞাসা করলাম, মিথ্যা কসম কি? তিনি বললেনঃ যে ব্যক্তি (কসম দ্বারা) মুসলমানদের ধন সম্পদ হরণ করে নেয়। অথচ সে এ কসমের ব্যাপারে মিথ্যাবাদী।

হাদীস নম্বর – ৬৪৫১
হযরত আবূ বাকরা (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, হযরত নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কবীরা গুনাহসমূহের মধ্যে বৃহত্তম গুনাহ হচ্ছে আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তিনি একথা তিন বার পুনরাবৃত্তি করেন। অথবা বলেছেন, মিথ্যা বিবৃতি বক্তব্য প্রদান করা। তিনি একথা বার বার বলতে থাকলেন। এমন কি আমরা মনে করলাম, তিনি যদি কথা বলা বন্ধ করতেন, অর্থাৎ থেমে যেতেন।

*




0 Comments 329 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024