FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

দুনিয়ার ক্ষমতার কোন মূল্য নেই

দুনিয়ার ক্ষমতার কোন মূল্য নেই

*

— "জানিস দোস্ত! ওমুক না প্রাইভেট ব্যাংকের ম্যানেজার পোষ্ট পেয়েছে!"

— "আমার মত লেটেস্ট মডেলের এত দামী বাইক এই এলাকায় কয়জনের আছেরে?"

— "আরেহ মিয়া! টাকাই সব। আমি চাইলে আপনার মত দশ জনকে কিনে নিতে পারি!"

— "শুনেছো? পাশের বাসার ওমুক আপার হাসবেন্ড না আপাকে একটা হিরার রিং এনে দিয়েছে! ইশ আমাকে যদি এমন একটা গিফট কেউ দিত!!"

— "wow দোস্ত!! তুই তো হেব্বি সুন্দরী বউ পাইছোস!! আসলেই তুই লাকি রে।"

— "এইটা আমার এলাকা! কারো ক্ষমতা নাই আমার উপর কিছু করার"

"কিহ! ও আমেরিকার ভিসা পাইছে!! গ্রেট!! এমন ভাগ্য কয়জনের হয়!?"
.
কারূন বলল, ‘এই সম্পদ, এই ক্ষমতা আমি আমার যোগ্যতায় পেয়েছি।’
আরেহ! সে কি জানত না যে, আল্লাহ তার পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার থেকেও ছিল ক্ষমতাবান এবং প্রাচুর্যশালী?
.
কিন্তু কারূন তার সম্প্রদায়ের সম্মুখে নিজের সম্পদ ক্ষমতা দেখাতে জাঁকজমক সহকারে বের হল। তার এমন প্রতাপ প্রতিপত্তি দেখে যারা পার্থিব জীবন কামনা করত তারা বলা শুরু করল, "দেখো দেখো! কারূনের স্ট্যাটাস দেখো! আহ!! আমাদেরও যদি এসব থাকত!! আসলেই সে অনেক লাকি।"
.
আর যাদেরকে ইলম দেওয়া হয়েছিল তারা বলল, ‘ধিক্ তোমাদের! তোমরা দুনিয়ার সম্পদের মোহে এসব কি বলছো! এসব তো কিছুই না। বস্তুত যারা ঈমান আনে ও নেক আমল করে, তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। তোমরা তাকদীরের প্রতি ধৈর্য ধরো। কেননা আল্লাহর পুরষ্কার ধৈর্যশীল ব্যতীত অন্য কেউ পায় না।’
.
অতঃপর মানব জাতির জন্য শিখনীয় করে রাখতে আল্লাহ তা'আলা অহংকারী কারূনকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলেন। তার এত্ত অর্থবিত্ত থাকার পরেও তার স্বপক্ষে এমন কাউকে পাওয়া গেল না, যে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত এবং না সে অহংকারের দাপটে নিজেকে বাঁচাতে পারল! মৃত্যু নিমিষেই তার সব অহংকার মাটিতে মিশিয়ে দিল!
.
এতদিন যারা তার মত স্ট্যাটাস কামনা করেছিল তারা এসব দেখে নিজেদের ভুল বুঝতে পারল এবং বলতে লাগল, ‘এ কি অবস্থা! আমরা তো মনে করতাম সে নিজ যোগ্যতাবলে এসব পেয়েছে! কিন্তু আজ সে নিজেকেই বাঁচাতে পারল না!! আমরা তো মহা ভুলের মধ্যে ছিলাম! নিশ্চয়ী আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রুযী বর্ধিত করেন এবং যাকে ইচ্ছা তা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমাদেরকেও তিনি মাটিতে ধসিয়ে দিতে পারতেন। সত্যিই! অকৃতজ্ঞরা সফলকাম হয় না।’
.
"বস্তুত এসব তো প্রত্যেকের পরকালের আবাস নির্ধারণের জন্যই পরীক্ষাস্বরূপ আল্লাহ দিয়ে থাকেন; আর পুরষ্কার তো তাদেরই জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হয়ে চলে না, এবং ফাসাদ সৃষ্টি করতে চায় না। যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নিশ্চিত শুভ পরিণাম।" [সূরাহ কাসাস, আয়াত : ৭৮-৮৩]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ মহিউদ্দিন রুপম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

*




1 Comments 452 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024