FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বেশি কথা বলার লাভ-ক্ষতি

বেশি কথা বলার লাভ-ক্ষতি

*

আমরা দৈনন্দিন কত সংখ্যক কথা বলি, কতটি বাক্য উচ্চারণ করি, কোন দিন কী তা হিসাব করেছি। আমাদের এতো বেশি বেশি কথা বলার লাভ বা ক্ষতি কোন দিন কি তা হিসাব করেছি। জিহ্বা ক্ষুদ্র একটি আঙ্গ। এই ক্ষুদ্র একটি অঙ্গ যে মানুষের এত এত পাপে সহায়তা করে তা কি ভেবে দেখেছি কোন দিন।
.
আল্লাহ তার কালামে মাজিদে বলেন,
.
"অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে, যারা নিজেদের সালাতে বিনয়-নম্র, যারা অসার ক্রিয়া কলাপ হতে বিরত থাকে।" (সূরাহ মুমিনূন, আয়াত : ১-৩)
.
"যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়া কথার সম্মুখীন হলে ভদ্রতার সাথে তা পরিহার করে অতিক্রম করে।" (সূরাহ ফুরকান, আয়াত : ৭২)
.
"মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তাদের সাথেই রয়েছে।" (সূরাহ ক্বাফ, আয়াত : ১৮)
.
"যে বিষয় তোমাদের কোন জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। কর্ণ, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের বিষয় কৈফিয়ত তলব করা হবে।" (সূরাহ বনী ইসরাঈল, আয়াত : ৩৬)
.
"যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিভ, হাত ও পা তাদের কৃতকর্মের সম্বন্ধে সাক্ষ্য দেবে।" (সূরাহ আন-নূর, আয়াত : ২৪)
.
"দূর্ভোগ (বা অয়ল দোযক) প্রত্যেক সেই ব্যক্তির, যে পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে।" (সূরাহ হুমাযাহ, আয়াত : ১)
.
.
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
.
• "যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।" (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
.
• "যে ব্যক্তি আমার জন্য তার জিহ্বা ও গুপ্তাঙ্গের যামিন হবে,আমি তার জন্য জান্নাতের যামিন হব।" (সহীহ বুখারী, সহীহুল জামে ৬৪৯৩)
.
• "বান্দা এমন কথা বলে যার দরুন সে পূর্ব ও পশ্চিম বরাবর স্থান জাহান্নামে পিছলে যায়।" (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
.
• "মানুষ এমন কথা বলে যাতে সে কোন ক্ষতি আছে বলে মনেই করেনা অথচ তার দরুন সে ৭০ বছরের পথ জাহান্নামে অধঃপতিত হয়।" (সহীহুল জামে, ১৬১৫)
.
• "তুমি তোমার জিহ্বাকে সংযত কর, তোমার গৃহ যেন তোমার জন্য প্রশস্ত হয় এবং তুমি তোমার পাপের উপর রোদন কর।" (সহীহুল জামে, ১৩৮৮)
.
• "তোমরা অশ্লীল (অকথ্য বা বাজে কথা) বলো না।" (সহীহুল জামে, ২৪৭০)
.
• "তোমাত জিহ্বা দ্বারা ভালো কথা ছাড়া অন্য কিছু বলো না এবং ভালো ছাড়া অন্য কিছুর প্রতি তোমার হাত বাড়ায়ো না।" (সিলসিলা সহীহাহ, ১৫৬০)
.
• "প্রত্যেক প্রভাতে আদম সন্তানের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ জিহ্বাকে বিনয়ের সাথে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, যেহেতু আমরা তোমারই অনুবর্তী। সুতরাং তুমি সোজা হলে আমরা সোজা হই, নচেৎ তুমি টেরা হলে আমরাও টেরা হয়ে যাই।" (সহীহুল জামে, ৩৪৯)
.
• "জিহ্বা ঘটিত পাপ মানুষকে তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে।" (তিরমিযী ২৬১৬, আহমাদ ২১৫১১, ২১৫৪২)
.
তোমরা জিহ্বাকে সংযত রাখ হে মানুষ, তা যেন তোমাকে দংশন না করে ফেলে। কারণ জিহ্বা এক প্রকার অজগর। কবরস্থানে কত জিহ্বাদষ্ট হত মানুষ পড়ে রয়েছে দেখ, যাদেরকে বীর্যবান পুরুষরাও দেখে ভয় করত। তাই জিহ্বা কে সংযত করি।
.
ঢিল ছুড়ে তা ফিরিয়ে আনা যেমন সম্ভব নয়, তেমনে কথা বলে তা ফিরিয়ে নেওয়াও সহজ নয়। নীরবতা বিনা কষ্টের এক ইবাদাত, বিনা অলংকারের সৌন্দর্য, বিনা প্রতাপের প্রতিপত্তি। এই নীরবতার অবলম্বনের ফলেই সকল ত্রুটি গোপন করতে সক্ষম হবো।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

*




0 Comments 401 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024