FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

নামাজ সবার আগে কেন পড়বেন???

নামাজ সবার আগে কেন পড়বেন???

*

নামাজ সবার আগে কেন পড়বেন?
(১) নামাজের হিসাব হবে
কিয়ামতের দিন সবকিছুর
আগে।
(২) নামাজ অশ্লীল ও মন্দ কাজ
থেকে বিরত রাখে।
(৩) নামাজ আল্লাহর কাছে সবচেয়ে
প্রিয় ইবাদত।
(৪) নামাজ বান্দা ও রবের মাঝে
সেতুবন্ধন।
(৫) নামাজ বর্জন মানুষকে কাফিরে
পরিণত করে।
(৬) নামাজ বর্জনকারী জাহান্নামের
অধিবাসী।
(৭) নামাজ বর্জনকারীর দায়িত্ব
আল্লাহ নেন না।
(৮) নামাজ দুনিয়ার বালা -মসিবতের
সময় স্বস্তি
দান করে।
(৯) নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা
মুমিনদের
জন্য ফরজ।
(১০) নামাজের উপদেশ করে গেছেন
আমাদের প্রিয়
নবী মৃত্যুর আগ মূহুর্তেও।
আপনি নামাজ পড়েও যদি অশ্লীল ও মন্দ কাজ ছাড়তে না পারেন তাহলে বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। উপরোক্ত কারণগুলো ছাড়াও নামাজে অনেক উপকারিতা রয়েছে।
আল্লাহ যেন আমাদের সকল
মুসলিমদেরকে দিন ও
রাতে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার
তৌফিক দান
করেন ..আমীন

*




1 Comments 533 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024