FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ব্লগ নিয়ে কিছু কথা

ব্লগ নিয়ে কিছু কথা

*

মাননীয় ভিসি আরও একটা লাশ পড়লো৷ মাত্র কিছুক্ষণ আগে৷ পবিত্র শিক্ষাঙ্গনে... ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ নিয়ে আমার ব্লগে লিখেছেন মুনীর উদ্দীন শামীম৷

চলুন আরেকটু এগিয়ে যাই ...

পরশু আমার বন্ধুটি দেখা হতেই কেঁদে ফেলল৷ দৃষ্টিতে যেন হতাশার নীল গহ্বরে ডুবতে থাকা এক মানুষের আর্তনাদ৷ আমার বোনটাকে আর বাঁচাতে পারলাম না দোস্ত! ... আজমেরীকে বাঁচাতে সাহায্যের আকুতি নিয়ে সামহোয়্যার ইন ব্লগে লিখেছেন স্বপ্নকথক৷

ইন্টারনেটের এই লেখালেখি কিন্তু জায়গা করে নিচ্ছে বইয়েও৷

প্রথমে সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা৷ এই আনন্দের দিনে একটাই-বই প্রকাশের সিদ্ধান্ত নেয় সচলায়তন৷ বিষয় নির্ধারিত হয় জীবনের আনন্দ, রঙ আর ফুর্তি ... সচলায়তনের প্রকাশিত ই-বুক রঙ পবনের নাও এর ভূমিকার কথা এগুলো৷

এগুচ্ছে বাংলা ব্লগ

গুটি গুটি পায়ে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলা ব্লগিং৷ উইকিপিডিয়া এর ব্যাখ্যা দিচ্ছে এভাবে, ‘ব্লগ শব্দটি ইংরেজি ব্লগ এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল৷ ইংরেজি ব্লগ শব্দটি আবার ওয়েব্লগ এর সংক্ষিপ্ত রূপ৷ যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়৷ ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন৷'

বাংলা ব্লগের শুরুটা ঠিক কবে তা নিয়ে খানিকটা মতবিরোধ রয়েছে৷ তবে, একাধিক ব্লগারের মতে, ব্যক্তি পর্যায়ে বাংলা ব্লগিং শুরু হয়েছে বেশ আগেই৷ কিন্তু কমিউনিটি ব্লগের সুচনা ২০০৫-এ সামহোয়্যার ইন ব্লগের হাত ধরে৷ জানালেন সামহোয়্যার ইন ব্লগের অন্যতম প্রতিষ্ঠাতা গুলশান ফেরদৌস জানা৷ তিনি বলেন, ২০০৫ সালে এবং এখান থেকেই বাংলা ব্লগিং শুরু৷ বাংলা ব্লগিংয়ের হাঁটা৷

আর কমিউনিটি ব্লগিংর সাথে সাথে বাংলা ব্লগিং বেশ খানিকটা এগিয়েছে ২০০৬ এ গিয়ে৷ বললেন জনপ্রিয় ব্লগার আরিফ জেবতিক৷ তিনি বলেন, ২০০৬ এর ডিসেম্বর থেকে আমরা ধরতে পারি বাংলা ব্লগের একটা মাইলফলক৷ সে সময় ব্যাপক আকারে জনগনের কাছে ব্লগিংটা চলে যায়৷

কারণ যখন ব্লগিং

বর্তমানে, ব্লগিং হয়ে উঠেছে বাংলাদেশে ইন্টারনেটে ব্যবহারের অন্যতম কারণ৷ আর তাই বাংলাদেশ থেকে ভিজিট করা হয় এমন ১০০ ওয়েবসাইটের মধ্যে গোটা সাতেক রয়েছে ব্লগ সাইট৷ স্বভাবতই প্রশ্ন আসতে পারে, কেনই বা এত ব্লগিং? কেনইবা এত আগ্রহ? আরিফ জেবতিক এর মতে, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে বিনোদনের অভাব৷ সুতরাং বিনোদনের জায়গা থেকে আমরা এটিকে পাচ্ছি৷ দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অনেক সময় মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়৷ সাধারণ মানুষের কথা মিডিয়াকে পৌঁছে দেয়া হয়না৷ এই দিক থেকে মানুষ নিজের কথা বলার মতো একটা জায়গা খুঁজে পাচ্ছে এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে যায় মানুষ সেদিকে ঝুঁকছে এবং নিজের বক্তব্য প্রচার করতে চাচ্ছে৷

অবশ্য ব্লগারদের এই বগবগানি বিফলেও যাচ্ছে না৷ বিশেষত বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারসহ নানা ইস্যুতে ব্লগারদের সোচ্চার কন্ঠ শোনা গেছে প্রায়ই৷ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নাকি ব্লগারদের মতামত গুরুত্ব পাচ্ছে৷ আর তাই, গত নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণাতেও দেখা গেছে ব্লগারদের নানা দাবির প্রতিফলন৷ বললেন আরিফ, গত নির্বাচনে ব্লগারদের একটা বিশাল ভূমিকা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে৷ এবং ব্লগের অনেক লেখা থেকে নেয়া তথ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণাতে দেখা গেছে৷

অবাধ তথ্য প্রবাহে ব্লগ

শুধু তাই নয়, বাংলাদেশে অবাধ তথ্য প্রবাহের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ব্লগিং৷ ফলে, যেকোন বড় ঘটনার খবর পাওয়ার পর পত্রপত্রিকার পাশাপাশি মানুষ ছুটছে ব্লগের দিকে৷ গত বছরের বিডিআর বিদ্রোহ তার এক বড় উদাহরণ, বললেন জানা, গত বছর বিডিআর হত্যাকান্ড ছিল সর্বোচ্চ আলোচনার বিষয়৷ সর্বোচ্চ সংখ্যক পোস্ট এসেছে এটা নিয়ে এবং সর্বোচ্চ হিট ছিল৷ এমনকি সর্বোচ্চ সংখ্যক ব্লগারের উপস্থিতিও ছিল এই ইস্যুকে কেন্দ্র করে৷

আলোচনায় সবদিক, সবাই

রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাংলা ব্লগিংয়ে উঠে আসে বিভিন্ন কারিগরি বিষয়ও৷ কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কে সমস্যায় পড়লো, আর তার সমাধানই বা কি কিংবা নতুন কি প্রযুক্তি এলো ইন্টারনেট জগতে - সবই স্থান পাচ্ছে ব্লগারদের আলোচনায়৷ অনেকের সাহিত্য চর্চারও অন্যতম মাধ্যম এটি৷

ইন্টারনেট ব্যবহারে তরুণ প্রজন্মের আধিক্য বেশি থাকলেও বাংলা ব্লগিংয়ের ক্ষেত্রে বিষয়টি পেয়েছে একটু ভিন্ন মাত্রা৷ অন্তত ব্লগারদের দাবি, সব বয়সের, সব শ্রেণীর মানুষকে নাকি খুঁজে পাওয়া যাবে বাংলা ব্লগিং আঙ্গিনায়৷ বললেন আরিফ, এটার পেছনে আসলে সমাজের সব শ্রেণির মানুষই আছে৷ আমি নিজে যেটা দেখছি, যদি আপনি আর্থিক শ্রেণিকরণের কথা বলেন তাহলে, মধ্যবিত্ত এবং উচ্চমধ্যবিত্ত শ্রেণি ব্লগের সঙ্গে অনেক জড়িত৷ আর পেশাজীবির দিক থেকে দেখলে আমি বলবো ছাত্র, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী অর্থাৎ আমি কোন পেশার লোক পাইনি যিনি ব্লগিং করছেন না৷

কতজন ব্লগায়?

ঠিক কতজন বাংলা ব্লগ লেখেন তার সঠিক বা সম্ভাব্য হিসেব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোন সংস্থা৷ তবে, সামহোয়্যার ইন ব্লগের দাবি, তাদের সাইটে নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৪০ হাজারের বেশি৷ আর এর মধ্যে সক্রিয় ব্লগার ১৬ হাজারের মতো৷ অন্যান্য ব্লগ সাইট বিশেষত, আমারব্লগ, সচলায়তন, প্রথমআলো ব্লগ কিংবা টেকটেউনসেও সবসময়ই ব্লগারদের ভিড় দেখা যায়৷

*




0 Comments 516 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024