FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

১৪৭ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন!

১৪৭ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন!

*

পেছনে পাঁচ ক্যামেরার ‘মি সিসি৯ প্রো’ স্মার্টফোন দেখাল শাওমি। স্মার্টফোনটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর পেছনের পাঁচটি ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের! আর সবগুলো ক্যামেরা নিয়ে সম্মিলিতভাবে হবে ১৪৭ মেগাপিক্সেল!এই ফোনে থাকছে ৬.৪৭ ইঞ্চির বড় ডিসপ্লে। এতে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড কার্ভড ডিসপ্লে সংযোজন করা হয়েছে। ফোনের ভেতরে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০ জি মডেলর চিপসেট। সঙ্গে আছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবিবিল্ট ইন স্টোরেজ।শাওমির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ফোনটির পেছনের অংশের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে পেছনে থাকা পেন্টা রেয়ার ক্যামেরার বিস্তারিত। যাতে বলা হয়েছে, প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেলের। থাকছে ১০এক্স হাইব্রিড জুম এবং ৫০এক্স পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা।ওই ছবিতে আরও দেখা যায়, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে পোট্রেইট শটসের জন্য এবং থাকবে ৫ মেগাপিক্সেলের টারশিয়ারি সেন্সর, যার মাধ্যমে ৫০এক্স পর্যন্ত জুম করা যাবে।এছাড়াও থাকছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সুবিধার ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেন্সর সাপোর্টিং ম্যাক্রো শটস ক্যামেরা।ব্যাকআপের জন্য ফোনটিতে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। সঙ্গে আছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র ৩০ মিনিটে ফোনটি ৫৮ শতাংশ চার্জ হবে।

*




2 Comments 535 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024