FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আয়াতুল কুরসি পড়ার ফজিলত

আয়াতুল কুরসি পড়ার ফজিলত

*


.
# ১. আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০ হাজার
ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।
.
# ২. এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারেনা।
.
# ৩. এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেন।
.
# ৪. ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের মধ্য
একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য।
এবং মৃত্য আযাব এতই হালকা হয়, যেন একটি পিপড়ার
কামড়।
.
# ৫. ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।
হে আল্লাহ সকলকে মেনে চলে আমল করার তাওফিক দান করুন।



নিয়্যত

১. কাজ নির্ভর করে নিয়্যতের উপর।[ সহীহ বুখারী ]
২. প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।[সহীহ বুখারী ]
৩.আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেননা,তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ [সহীহ মুসলিম ]
৪.মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন। [মুআত্তায়ে মালিক ]
৫.উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই।[ইবনে হিব্বান ]
৬.ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা,যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম।[মিশকাত ]
৭তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা,যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো।[সহীহ বুখারী ]

*




0 Comments 359 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024