FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

জাহান্নামের পরিচি

জাহান্নামের পরিচি

*

জাহান্নামের পরিচিতিঃ * জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নাম তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। * বিচারের দিন জাহান্নামকে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন। * জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলী হারিয়ে যাবে। * জাহান্নাম বাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরু করে দেওয়া হবে যাতে অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরও থাকবে তিলযার এক একটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নাম বাসীর বসার জায়গা হবে মক্কা থে দূরত্বের সমান। * প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে। * জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এত বেশি হবে হবে যে তারা পানীয় পান করতে থাকবে। * জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কাল ধরে চলতে থাকবে। জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবেl আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করুন।

*




0 Comments 400 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024