FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

২০২৩ এ আমার পড়া সকল বই এবং পারসোনাল রেটিং

২০২৩ এ আমার পড়া সকল বই এবং পারসোনাল রেটিং

*

২০২৩ ফুরিয়ে আসছে সেইসাথে আমার পকেটও, এবছর আর বই কেনার চান্স না থাকায় ২৩-এর আমার পড়া সকল বই এর পারসোনাল রেটিং দিয়ে দিলাম। (যদি কেউ বই গিফট দেয় তাহলে সেটাও লিস্টে এ্যাড করে দিবো :P )





১) শুন্য - হুমায়ুন আহমেদ

জনরা: সায়েন্স ফিকশন

রেটিং: ৪.৫/৫



২) দি এক্সরসিস্ট - হুমায়ুন আহমেদ ( অনুবাদ)

জনরা: হরর

রেটিং: ৪/৫



৩) চল্ - অন্তিক মাহমুদ

জনরা: এডভেঞ্চার

রেটিং: ৩/৫



৪) দি অ্যালকেমিস্ট - পাউলো কোয়েলহো (অনুবাদ)

জনরা: এডভেঞ্চার

রেটিং: ৩/৫



৫) ব্লাক ভ্যাম্পায়ার (TO.CEM সিরিজ) - তুর্জয় শাকিল

জনরা: মিস্ট্রি, হরর, এডভেঞ্চার

রেটিং: ৩.৫/৫



৬) মিসির আলি সমগ্র (১-২) - হুমায়ুন আহমেদ

জনরা: সাইকোলজিকাল, মিস্ট্রি, হরর

রেটিং: ৫/৫



৭) তবু আমারে দেবো না ভুলিতে - আবুল ফাতাহ

জনরা: মিস্ট্রি, ক্রাইম, থ্রিলার

রেটিং: ৪/৫



৮) কেউ কেউ কথা রাখে - মোহাম্মদ নাজিমউদ্দীন

জনরা: মিস্ট্রি, ক্রাইম, থ্রিলার

রেটিং: ৪/৫



৯) দরিয়া-ই-নুর - মোহাম্মদ নাজিমউদ্দীন

জনরা: ক্রাইম, থ্রিলার

রেটিং: ৩.৫/৫



১০) আদর্শ হিন্দু হোটেল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

জনরা: চিরায়ত উপন্যাস

রেটিং: ৫/৫



১১) আরণ্যক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

জনরা: চিরায়ত উপন্যাস

রেটিং: ৩.৫/৫



১২) ব্যোমকেশ সমগ্র - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

জনরা: রহস্য, থ্রিলার, ক্রাইম, এডভেঞ্চার

রেটিং: ৫/৫



১৩) ভেন্ট্রিলোকুইস্ট - মাশুদুল হক

জনরা: মিস্ট্রি, থ্রিলার, ক্রাইম, এডভেঞ্চার

রেটিং: ৩.৮/৫



১৪) মিনিমালিস্ট - মাশুদুল হক

জনরা: মিস্ট্রি, থ্রিলার, ক্রাইম, এডভেঞ্চার

রেটিং: ৩.৮/৫





১৫) ময়ূরাক্ষী - হুমায়ুন আহমেদ

জনরা: চিরায়ত উপন্যাস(হিমু জনরা :P)

রেটিং: ৫/৫



১৬) শঙ্খনীল কারাগার - হুমায়ুন আহমেদ

জনরা: চিরায়ত উপন্যাস

রেটিং: ৫/৫



১৭) দারুচিনি দ্বীপ(শুভ্র সিরিজ) - হুমায়ুন আহমেদ

জনরা: সমকালীন উপন্যাস

রেটিং: ৪/৫



১৮) হাজার বছর ধরে - জহির রায়হান

জনরা: চিরায়ত উপন্যাস

রেটিং: ৫/৫



১৯) দি আউটসাইডার - স্টিফেন কিং (অনুবাদ)

জনরা: হরর, মিস্ট্রি, ক্রাইম

রেটিং: ৪/৫



২০) Rich Dad Poor Dad - Robert T. Kiyosaki

জনরা: নন ফিকশন

রেটিং: ৫/৫



২১) The Things You Can See Only When You Slow Down - Haemin Sunim

জনরা: নন ফিকশন

রেটিং: ৫/৫



২২) Dopamine Detox - Thibaut Meurisse

জনরা: নন ফিকশন

রেটিং: ৫/৫



২৩) It Ends With Us - Colleen Hoover

জনরা: সমকালীন, রোমান্টিক

রেটিং: ৪/৫



২৪) It Starts With Us - Colleen Hoover

জনরা: রোমান্টিক

রেটিং: ৪.৫/৫



২৫) দ্য থিওরি অব এভরিথিং - স্টিফেন হকিং(অনুবাদ)

জনরা: নন ফিকশন

রেটিং: ৫/৫



২৬) পজিটিভ থটস - জান্নাতুল নাঈম পিয়াল(PDF)

জনরা: নন ফিকশন

রেটিং: ৪.৫/৫



২৭) ভাইরে আপুরে!!! - সাব্বির আহসান(PDF)

জনরা: নন ফিকশন

রেটিং: ৫/৫



এইবার পালা কিছু স্পেশাল মেনশনস এর যেগুলা না থাকলে হয়তো আরো ৫-১০ টা বই বেশি পড়া হতো। :)



স্পেশাল মেনশনস!:

২৮) মৌলিক ব্যষ্টিক অর্থনীতি - ড. মোঃ লিয়াকত আলী খান

জনরা: হরর, মিস্ট্রি

রেটিং: -৫/৫

২৯) মৌলিক সামষ্টিক অর্থনীতি - ড. মোঃ লিয়াকত আলী খান

জনরা: হরর, মিস্ট্রি

রেটিং: -৫/৫

৩০) মৌলিক গণিত - প্রফেসর ওয়াহিদুর রহমান তালুকদার

জনরা: হরর, মিস্ট্রি, এডভেঞ্চার

রেটিং: -৪/৫

৩২) মৌলিক পরিসংখ্যান - প্রফেসর ওয়াহিদুর রহমান তালুকদার

জনরা: হরর, মিস্ট্রি, এডভেঞ্চার

রেটিং: -৩/৫



জানি অনেকের কাছে ২০-৩০ টা বই পড়া কোন ব্যাপার-ই না। আসলে আমার কাছেও না! : P

স্টুডেন্ট দেইখা এর বেশি কিনতে পারিনাই।

বাট একদিন আমিও জব করবো এ্যান্ড আমিও শো-অফ করমু বছরে ১০০-২০০ বই পইড়া। 😏

অনেকে বলে ভাই তাইলে পিডিএফ পড়েন।

মাফ চাই ভাই, ২টা পড়তে গিয়ে চোখের যে অবস্থা হইছে। আর পারুম না!

পোস্ট এর The End.

হ্যাপি রিডিং! ❤️

*




2 Comments 738 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024