নাকের পলিপ এবং প্রেসক্রিপশানকৃত হোমিওপ্যাথিক রিমেডি। 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 পলিপ হচ্ছে এক প্রকার অর্বুদ যা বেলুনের মত ফোলা অংশ। আমাদের মুখের হাড়ের ভিতর নাককে ঘিরে কতকগুলো হাওয়া পূর্ণ ফাঁকা গহ্বর থাকে। তাদেরকে সাইনাস বলে। সাইনাসগুলোর সঙ্গে আমাদের নাকের সংযোগনালী আছে। এই নালীগুলোর মাধ্যমেই সর্দি সাইনাস থেকে নাকে চলে আসতে পারে। যদি কোনও কারণে সাইনাসগুলোর আবরক পর্দা অর্থাৎ শ্লেষ্মা ঝিল্লী বারে বারে প্রদাহর ফলে ফুলে গিয়ে ওই সংযোগনালী দিয়ে নাকের সামনে বা পিছনের দিকে ছোট বেলুনের মতো বের হয়ে আসে, তবে তাকেই পলিপ বলে৷ নাকের পলিপের জণ্ম সবসময়ই নাকের সাইনাস থেকে।
কেন হয়? এলার্জির কারণে হতে পারে। নাকের ভেতরে কোনও সংক্রমণ হলে। এলার্জি এবং সংক্রমণ উভয় কারণে হতে পারে। প্রকারভেদ:-
এথময়ডাল পলিপ- সাধারণত অনেকগুলো পলিপস (আঙ্গুরের থোকার মতো) একত্রে নাকের সামনের ছিদ্রের দিকে চলে আসে এবং সাধারণত নাকের দুইপাশেই হয় এবং পলিপ অপারেশনের মাধ্যমে কেটে ফেললেও আবার হতে পারে। (অ্যান্ট্রোকোয়ানাল পলিপ)- সাধারণত এই পলিপ ম্যাক্সিলারি সাইনাস এর ছাদ ও পাশের ওয়াল থেকে শুরু হয়ে নিচে নাকের পিছনে ছিদ্রের দিকে চলে যায় এবং সাধারণত নাকের এক পাশেই থাকে এবং পলিপ অপারেশন করলে আর হয় না।
কী কী লক্ষনে বুঝবেন? এক নাক অথবা উভয় নাকই বন্ধ হয়ে যেতে পারে। কথা নাকে বাজে (নাসাল ভয়েজ)। নাক বন্ধ থাকে ফলে রোগী মুখ দিয়ে শ্বাস নেয় ও মুখ শুষ্ক হয়ে যায়। মাথাব্যথা, কানব্যথা হতে পারে। নাক দিয়ে রক্ত পড়তে পারে। সর্বদা হাঁচি কাশি হয় এবং নাক দিয়ে পানি ঝরতে থাকে।
পরামর্শ :- ঠাণ্ডা, ধুলাবালি এবং ইনফেকশন এড়িয়ে চলতে হবে। অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ইনফেকশন হয়ে গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পলিপাসের হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান:- হোমিও চিকিৎসার মাধ্যমে এই রোগ ভালো হয়।
Posted By: ahnaf
Post ID: 3339 Category: Tips and Tricks
Posted on: 4 months 6 days ago
Authorized by: Hira