ছেলেঃ- Hello মেয়েঃ- Hi ছেলেঃ- I Love You মেয়েঃ- আমি রাজি আপনার প্রস্তাবে। I Love You Too , এখন কি করতে হবে বলুন? এখন কি আপনার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে হবে রাস্তায় রাস্তায়..? ছেলেঃ- না। মেয়েঃ- তাহলে...? পার্কে গিয়ে বাদাম চিবোতে হবে বিকেলে ??? ছেলেঃ- উঁহু, তাও না। মেয়েঃ- তাহলে রিক্সায় বসে লোকালয়ে আপনার গালে চুমু খেতে হবে...?? ছেলেঃ- মোটেও না। মেয়েঃ- তো! গোপনে গোপনে আপনার বাড়িতে গিয়ে ঢুকতে হবে...? ছেলেঃ- ছিঃ ছিঃ এসব কি বলছো??? মেয়েঃ- তাহলে কি? কি চান আপনি আমার কাছে? কি করবেন আপনি আমাকে দিয়ে? ছেলেঃ- আসলে তোমার ওসব কিছুই করতে হবে না। চাওয়াটা খুবই সামান্যই বলতে পারো। শুধু মাঝেমাঝে নদীর তীরে দাঁড়িয়ে দমকা হাওয়ায় তোমার চুলগুলো খুলে দিও , যেন তোমার কপালে এসে পড়া ঐ চুলগুলো সাজানোর ছলে তোমার কপালে একটু আঙুল ছোঁয়াতে পারি। দেরি করে তোমার কাছে গেলে দূর থেকে তোমাকে দেখে Sorry বলার সুযোগ টুকু দিও। দীর্ঘ সময় অপেক্ষা করানোর অপরাধে তোমার সামনে অবাধ্য ছাত্রের মতো কান ধরে দাঁড়িয়ে থেকে তোমার অভিমানকে মুচকি হাসিতে বদলে ফেলতে দিও। চলন্ত বাসে ক্লান্তিতে তোমার গভীর ঘুমাচ্ছন্নকালে তোমার পাশের সীটটায় বসে তোমার ঢলে পড়া মাথাটাকে আমার কাঁধে রাখবো, এই অধিকারটুকু দিও। বাড়ি ফিরে তোমার অগোচরে তোমার ব্যাগে আমার লুকিয়ে রাখা নীলরঙা চুড়ির অস্তিত্ব আবিষ্কার করতে পেরে "পাগল একটা" বলে একটু হেসে নিও। এই তো...এইটুকুই চাওয়া। আজ তাহলে আসি! মেয়েঃ- শুনুন ছেলেঃ- বলো... মেয়েঃ- কাল থেকে আমাকে কিন্তু রোজ আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে...!
(((((((((( ভাইয়া )))))))))) ৫ বছরের বোন কাঁদছে --------- ভাইয়াঃ বল তোকে কে বকেছে ? একবার দেখা কার এত্ত সাহস যে তোরে বকছে । ১৫ বছরের বোন কাঁদছে ------- ভাইয়াঃ না কেঁদে আমারে বল কোন ছেলে তোরে কি বলছে । হারামজাদার কলিজা ছিড়া কুত্তারে দিমু । কে বলছে খালি সেইটা বল । ২৫ বছরের বোন কাঁদছে ------- ভাইয়াঃ দুলাভাই তোরে বকছে না ? আজকেই শালারে জিন্দা কবর দিমু । আসলেই ভাইয়ারা অনেক কেয়ারিং হয়... collected
Posted By: eagle_3yes
Post ID: 3448 Category: Jokes
Posted on: 3 months 1 day ago
Authorized by: Hira