FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Islamic

Islamic

কিছু বয়ষ্ক মানুষ এমন আছেন, বয়সের কারণে চামড়া কুঁচকে গেলেও প্রতিদিন শেভ না করলে তাদের ভাল লাগে না।
কুঁচকে যাওয়া চামড়া হাত দিয়ে টেনে ধরে শেভ করতে হয়।
কিন্তু তারপরও তাদের শেইভ করাই লাগবে।
আবার কিছু তরুণ এমন ও আছেন, দাড়ি উঠার পর থেকে যারা কখনো সেখানে ব্লেড লাগান নি। হয়তো তেমন ভাল করে তাদের দাড়ি উঠেও না, হয়তো তাদেরকে অনেকের কাছেই ক্ষ্যাত বা অসুন্দর মনে হয়, কিন্তু তারপর ও তারা দাড়িতে হাত লাগাতে নারাজ।
কিছু ছোট বোনের কথা জানি, বয়স হওয়ার আগ থেকেই যারা নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন। হিজাব বা পর্দাকে তাদের উপর চাপানো হয় না, বরং শালীনতা তাদের ভেতর থেকেই আসে।
আবার উলটো দিকে, পর্দা প্রগতিশীলতার অন্তরায় বলে অনেক বুড়ি মা রা লেকচার দেন। লজ্জা তো তাদের আগেও ছিল না, বয়স হওয়ার পরেও হল না।
আসলে সবাই ব্রেইন ওয়াশড।
কেউ চেতনার দ্বারা কেউবা সুন্নাহর দ্বারা।
তবে, জীবনের সূর্য যেদিন ডুববে এই ওয়াশড ব্রেইন নিয়েই দাঁড়াতে হবে রবের সামনে।
সেদিন কেউ জিতবে, কেউ হারবে।
কেউ হাসবে, কেউ কাঁদবে।
ব্রেইনসসহ পুরো শরীরকেও আবার ওয়াশ করা হবে। গলিত তপ্ত পুজ দ্বারা কিংবা হাউজে কাউসারের শীতলতার দ্বারা।

*




0 Comments 547 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024