FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

একজন মাশরাফি বিন মোর্তুজা

একজন মাশরাফি বিন মোর্তুজা

যিনি বলেন,যতদিন খেলব দেশের জন্যই খেলব ভেবেছিলাম।কিন্তু মাঝপথে পা দুটো সংগ ছেড়ে দিচ্ছিল!যতবার ইঞ্জুরিতে পড়ি ততবার মনে হয়েছে,এবার মনে হয় আর পারব না💔!কিন্তু যখনি গ্যালারি ভর্তি দর্শকের চিৎকার শুনি,তখনি পা দু'টোকে বলি তৈরী হো,কারণ আমি আবার মাঠে নামব!
হ্যা,উনার পায়েতে ৭-৮ সার্জারি রয়েছে।পা দুটো পঙু হওয়ার সম্ভাবনা রয়েছে যেকোনো মুহুর্তে।তবু দলের প্রতি ডেডিকেশনের বিন্দু মাত্র ফাক রাখেননি।হয়ত বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি হবেননা।হয়ত সর্বকালের সেরা ফাস্ট বোলারদের তালিকায় তিনি থাকবেন না!কিন্তু আমার মত ক্রিকেট পাগল বাঙালীর কাছে তিনি সর্বকালের সেরা।কাড়ি কাড়ি উইকেট পরিসংখ্যান এর পাতায় লিখা থাকে,কিন্তু দলের প্রতি ডেডিকেশন অর্জনের খাতায় লিখা থাকেনা।এগুলো হৃদয়ে থাকে।হ্যা এগুলো হৃদয়ে থাকে💘।
পা দু'টোর বেঈমানির কারণে টেস্ট ছাড়া হয়েছে সেই ২০০৯ এ,এই তো কিছুদিন আগে টি-টোয়েন্টির জার্সিখানাও তুলে রাখলেন!আর হয়ত কিছুদিন পরে ওয়ানডের জার্সিখানাও তুলে রাখবেন,পা দুটো তখন হয়ত আর সংগ দিবে না!তখন পা দুটো ঘাড়ের রগ বাকা করাকেও ভয় পাবে না।😞
হ্যা আমাদের প্রিয় মাশরাফি ভাই সেদিন তার জার্সিখানাকে চিরদিনের মত তুলে রাখবেন,কিন্তু বিশ্বাস করুন ভাই আমার মত কোটি কোটি ক্রিকেটক্রেজি বাঙালির হৃদয়ে আপনি চিরদিনের মত গেঁথে থাকবেন।🙏
গতকাল যখন শরীরের এই অবস্থা নিয়েও গা টাকে শুন্যে ভাসিয়ে মালিকের ক্যাচটা নিলেন,তখন মনের অজান্তেই চোখদিয়ে পানি পড়ছিল😥!
মাশরাফিরা যুগে যুগে আসেনা,তারা হয়ত শতাব্দিতে একবারই আসে!
ভালো থাকুন প্রিয় মাশরাফি ভাই😍🙏💘।
কালেক্টেড

*




0 Comments 726 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024