বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট: দ্যা টাইগার্স বাংলাদেশি পাঁচ জন জনপ্রিয় খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে।
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও তাদের লক্ষ করে বিভিন্ন স্লোগানকে ভিত্তি ধরেই এ তালিকা প্রকাশ করেছে পেজটি। তবে পেজের এই তালিকায় ৪ ও ৫ নম্বর ক্রিকেটারকে নিয়েই শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
যেখানে সাকিবের থেকেও জনপ্রিয় বলা হয়েছে লিটন দাসকে। এবং সামাজিক মাধ্যম বিশ্লেষনে ওই তালিকায় সাকিবের জনপ্রিয়তা ৮.৮৫ শতাংশ ও লিটন দাসের ৯.১৮ শতাংশ দেখানো হয়েছে।
তালিকায় দেখাযায়, ১ নম্বরে রয়েছে তামিম ইকবাল, ৪৪.৫৯ শতাংশ মানুষ তামিমে গুনগান গেয়েছে। যেখানে স্লোগান ‘তামিম একজন ই চোখ জুড়ানো ব্যাটসম্যান’।
তালিকার দুইয়ে, মাশরাফি বিন মতুর্জা তার স্লোগান ‘উই লাভ ম্যাশ ফ্রম আওয়ার পিওর হার্ট, ম্যাশ ইজ অ্যা ম্যানকাইন্ড অফ বাংলাদেশ হার্ট’। মাশরাফি পক্ষে র্যাটিং ২৬.৮৯ শতাংশ।
তালিকার তিনে থাকে মুস্তাফিজুর রহমানের র্যাটিং ১০.৪৯ এবং স্লোগান ‘ফ্যানটাস্টিক ফিজ’। আর তালিকার চারে লিটন দাস, র্যাটিং ৯.১৮ এবং স্লোগান ‘দ্যা হিটম্যান লিটন কুমার দাস’।
সূত্রঃ অনলাইন
Posted By: roy_biplob
Post ID: 3470
Posted on: 2 years 7 months ago
Authorized by: kushol