FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ট্রেনের বিভিন্নরকম হর্ন দিয়ে যা বুঝানো হয়

ট্রেনের বিভিন্নরকম হর্ন দিয়ে যা বুঝানো হয়

*

ট্রেনের ইঞ্জিন অর্থাৎ যা ট্রেনের সামনে থাকে ও ট্রেনকে টেনে নিয়ে যায় তাকে লোকোমোটিভ বলে।

আমরা লোকোমোটিভের থেকে বিভিন্ন ভেপু বা হর্ন শুনে থাকি । কিছু সাবধানতা বা জানান দেওয়া হর্ন থাকলেও কিছু অর্থপূর্ণ হর্ন আছে যা এলএম{ট্রেন চালক}/এএলএম{চালকের সহকারী} হর্ন দিয়ে থাকেন কিছু বুঝানোর জন্য । চলে দেখি বিভিন্ন হর্ন এর কি কি অর্থ ।

১) একটা শর্ট হর্ন
এলএম/এএলএম যখন একটা ট্রেনকে ইয়ার্ড বা ওয়াশ পিট নিয়ে যান ।

২) দুইটা শর্ট হর্ন
এলএম/এএলএম যখন ট্রেন চালু করার আগে গার্ডের সিগনালের জন্য দৃষ্টি আকর্ষণ করেন ।

৩) একটা লম্বা বা লং হর্ন
ক্লিয়ার সিগন্যাল পেয়ে একটা ট্রেন স্টেশন ছাড়ার সময়

৪) একটা লং ও একটা শর্ট হর্ন
এই হর্ন পেলে একজন গার্ড ব্রেক রিলিজ করেন যখন মেন লাইন ক্লিয়ার ট্রেন চালু করার জন্য । (মানা হয় কিনা সন্দেহ)

৫) দুইটা লং আর দুইটা শর্ট হর্ন
এই ধরনের হর্ন দেওয়া হয় যখন গার্ড সাহেব কে সামনে লোকোমোটিভের কাছে আসতে বলা হয় ।

৬) দুটা শর্ট আর একটা লং হর্ন
এটাতে বুঝা যায় ব্রেক প্রেসার বা ভাক্যুম হটাৎ করে নেমে গেছে যা এলার্ম চেন পুলিং (এসিপি) এর কারণ হয় । আবার লোকো অন ট্রেন হলেও প্রেসার না উঠলে এই হর্ন দেওয়া হয় গার্ড ও টিএক্সআর এর দৃষ্টি আকর্ষণের জন্য ।

৭) তিনটা শর্ট হর্ন
এর অর্থ লোকো এলএম/ এএলএম এর কন্ট্রোলের বাহিরে এবং গার্ডকে দৃষ্টি আকর্ষণ করা হয় যেন উনি পিছন থেকে ব্রেক এপ্লাই করতে পারেন ।

৮) চারটা শর্ট হর্ন
বুঝানো হয় যে ট্রেনটা এক্সিডেন্ট , লোকো ফেইলিউর বা অন্য কারণে এগুতে পারবে না ।

৯) একটা খুব লম্বা হর্ন
লেভেল ক্রসিং আসার আগে, বা পাসিং স্টেশন না থেকে অতিক্রম করা আগে যেন পিছনের থাকা ক্রু ট্রেন এর নিরাপত্তা গ্রহনের জন্য ।

১০) একটা লং আর একটা শর্ট হর্ন, দুইবার
ট্রেনে এসিপি হয়েছে এবং গার্ড যেন ভাক্যুম ব্রেক এপ্লাই করেন ।

১১) ছয়টা শর্ট হর্ন
যখন ক্রু সামনে কোন ঝুঁকির আশঙ্কা করে থাকেন বা ট্রেন উল্টা দিকের ডবল লাইনের চলতে থাকে ।

এই হোল বিভিন্ন ধরনের ভেপু বা হর্ন । যদিও বেশি ভাগ হর্ন গুলো পাবেন না তবে শিখে রাখুন কোন হর্নের কি মানে হয় । ভবিষ্যতে ট্রেন ভ্রমনের সময় লক্ষ্য রাখবেন এবং বুঝার চেষ্টা করবেন কোন হর্ন দেওয়া হচ্ছে এবং কি বুঝানো হচ্ছে । ধন্যবাদ ।

*




0 Comments 763 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024