FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

তাওবা ও ইস্তেগফারঃ

তাওবা ও ইস্তেগফারঃ

*

#তাওবা ও #ইস্তেগফারঃ
-----------------------------------
আমরা কেউই জানি না, আমাদের জীবনের দৈর্ঘ্য
কতটা..?
কতটা সময় আমরা বাঁচবো..!
যদি আমরা তা জানতাম, তাহলে হয়তো আমরা সবাই এমন-
ই করতাম আমি তো এতদিন বাঁচবো ...। কিছু গুনাহ্ না হয়
করি! মৃত্যুর কিছু আগে না হয় তাওবা করে নিবো! কারণ
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা তো তাওবার দরজা বন্ধ
হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাওবা কবুল করবেন-ই।
কিন্তু না, আমাদের সে সুযোগ নেই, আমাদের
সে সুযোগ দেয়া হয়নি। অনিশ্চয়তায় ভরা আমাদের
জীবন। আজ যা হচ্ছে, আগামীকাল কি হবে আমরা
তা জানি না। আর অবশ্যম্ভাবী মৃত্যুর তো কোন
সিরিয়ালই নেই।
মানুষ মাত্রই ভুল করে। আমরা কেউ ভুলের উর্ধ্বে
নই। তাই কেউ হয়তো অজান্তে, অনিচ্ছায় গুনাহ্ করি।
আল্লাহ্ সুবহানাহু তা'আলা জানেন বান্দা গুনাহ্ করবেই, তাই
দয়ালু আল্লাহ্ বান্দার জন্য তাওবার ব্যবস্থা রেখেছেন,
মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করার পথ
রেখেছেন। তাই মহান আল্লাহর কাছে আমাদের
সবসময় তাওবা ও ইস্তেগফার করতে হবে।
তবে তাওবা আর ইস্তেগফারের মধ্যে কিছু পার্থক্য
আছে। তাওবা হলো গুনাহ্ থেকে মুক্ত হয়ে গুনাহ্ না
করার দৃঢ়সংকল্প নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন
করা। আর ইস্তেগফার হলো সবসময় ক্ষমা প্রার্থনা
করে যাওয়া।
❒ তাওবাঃ
-------------
তাওবা করে আপনি অতীতে করা সমস্ত জানা অজানা,
কবীরা সগীরা গুনাহ্ থেকে ফিরে এলেন।
ভবিষ্যতে আর সেসব গুনাহ্ না করার ব্যাপারে
দৃঢ়সংকল্প হলেন। তাওবা করে গুনাহ্ না করাটাই নিয়ম। যদি
ইচ্ছাকৃত বারবার গুনাহ্ করেন তাহলে তো আর তাওবা
হলো না। কিন্তু তবুও যদি আপনি অনিচ্ছা সত্ত্বেও,
ভুলবশতঃ করে ফেলেন তবে অতি দ্রুত আপনাকে
পুনরায় তাওবা করতে হবে। সেই সাথে অংগীকার
করতে হবে আর গুনাহ্ করবেন না। বিশুদ্ধ চিত্তে
মহান আল্লাহ্ সুবহানাহু তা'আলার দিকে প্রত্যাবর্তন
করতে হবেও তাঁর ইবাদতের প্রতি মনোনিবেশ
করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ্ সুবহানাহু ওয়া
তা'আলা বলেছেন,
"যে গুনাহ্ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে
ক্ষমাশীল ও করুণাময় পায়।" [সূরা আন-নিসা:১১০]
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা সূরা আয-যুমারে আবার
বলেছেন,
"বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর যুলুম
করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো
না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি
ক্ষমাশীল, পরম দয়ালু।" [সূরা আয- যুমার:৫৩]
আল্লাহ্ অন্যত্র বলেন,
"নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন
স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী
কখনও পাবে না।
কিন্তু যারা তাওবাহ্ করে, নিজেদেরকে সংশোধন
করে দেবে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন
করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দ্বীনকে
একনিষ্ট করে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং
মুমিনদেরকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার
দেবেন।" [সূরা আন নিসা:১৪৫-১৪৬]
এজন্য আমাদের সবার উচিত না জেনে বা ভুল করে
গুনাহ্ করলে ও তা থেকে ফিরে এসে আল্লাহ্ র
ইবাদতে মনোনিবেশ করা। তবে আপনার তাওবাতে
তিনটি বৈশিষ্ট্য থাকলে আপনি মনে করবেন আপনার
তাওবা মোটামুটি কবুল হতে পারে আল্লাহ্ ইচ্ছে
করলে। এগুলি হলো প্রথমতঃ গুনাহ্গুলি পরিপূর্ণভাবে
বর্জন করা। দ্বিতীয়তঃ গুনাহে্র জন্য অনুতপ্ত হওয়া।
এবং তৃতীয়তঃ এই গুনাহ্গুলি ভবিষ্যতে না করার দৃঢ়সংকল্প
করা।
❒ কারো তওবা কবুল হয়েছে কিনা এটা কিভাবে
বুঝবেন?
অনেক আলেম এ সম্পর্কে বলেন, কারো যদি
তাওবা করার পরের জীবন আগের জীবন থেকে
ভালো হয় অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় ও
ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে
তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে।
কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ, তাওবার আগের ও
পরের জীবনে কোনো পার্থক্য না থাকে
তাহলে বুঝতে হবে তার তাওবাতে ত্রুটি আছে। তার
উচিত হতাশ না হয়ে – বার বার আন্তরিকতার সাথে
খালেস নিয়তে তাওবা করা, আল্লাহর কাছে সাহায্য
চাওয়া।
❒ আন্তরিক তাওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে
তার আগের সমস্ত গুনাহ্ আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা
মাফ করে দেন। এমনকি যেই গুনাহগুলো মাফ করে
দেন, কেউ যদি সেইগুলো থেকে ফিরে
আসে ।এইগুলোর বিপরীতে আল্লাহ্ তাকে
সওয়াব দান করেন। যেমন আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা
বলেছেন,
“কিন্তু যারা তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে,
আল্লাহ তাদের গুনাহসমূহকে পূন্য দ্বারা পরিবর্তিত
করে দেবেন। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু”।
[সূরা আল- ফুরক্বান :৭০]
আল্লাহ্ আমাদের সবাইকে আন্তরিক ও বিশুদ্ধ তাওবা
করার তৌফিক দান করুন ; সেই সাথে আমাদের তাওবা
কবুল করুন।
❒ ইস্তেগফারঃ
---------------
ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বান্দার
আসতাগফিরুল্লাহ্ বলা। ইস্তেগফার আল্লাহর ইবাদত।
ইস্তেগফারের কারনে গুনাহ মাফ হয়, বান্দাকে
জান্নাতের নিকটবর্তী হয়।ইস্তেগফারের ফলে
অনেক বিপদ আপদ দুরীভূত হয়।
ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহ্ করার পর
ইস্তেগফার করা ওয়াজিব

*




0 Comments 361 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024