FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আইনের ছাত্রের পাত্রী দেখা

আইনের ছাত্রের পাত্রী দেখা

*

একজন আইনে পড়া ছেলে যখন একটা আইনে পড়া মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে :
(কথোপকথোন):

পাত্র : আচ্ছা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার কত ধারায় আছে?

পাত্রী : ৫৪ ধারায়।

পাত্র : হয়েছে। What's the full meaning of DLR?

পাত্রী : Dhaka Law Report.

পাত্র: সুপ্রীম কোর্টের কয়টি ডিভিশন?

পাত্রী : ২ টি।

পাত্র : বাহ! ৩ টি প্রশ্নের ই সঠিক জবাব দিয়েছে।আমার মেয়ে পছন্দ।এই বিয়েতে আমার কোন আপত্তি নেই।

পাত্রী : ১ মিনিট!
আমার আপত্তি আছে।আমার সন্দেহ আছে আপনি আদৌ আইনের স্টুডেন্ট কিনা।

পাত্র : মানে কি? -_-

পাত্রী : মানে মাত্র ৩ টা প্রশ্নেই আপনার স্টক ফুরিয়ে গেল! তাও এত্ত ইজি ইজি কোয়েশ্চেন! আইনের যে অর্ধেক জুড়ে রয়েছে jurisprudence এর অবদান, অথচ আপনি সেই jurisprudence থেকে কোন প্রশ্নই করলেন না!
Company law, Environmental law, Land law, Contract Act, Evidence act, Business law, CPC- CrPC-Penal Code এগুলার ধারে কাছেও গেলেন না, ইভেন family law থেকেও কোন প্রশ্ন করলেন না। Family law তো ফার্স্ট সেমিস্টারেই পড়েছেন তাই না!
আপনার প্রশ্ন করার স্কিল ই নাই। সামান্য IHL এর জনক কে এটা জিজ্ঞাসা করলেও আপনাকে General Category তে ফেলতে পারতাম।

পাত্র : পানি খাব!!!

*




5 Comments 890 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024