FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

পেঁয়াজ নিয়ে কিছু কথা

পেঁয়াজ নিয়ে কিছু কথা

*

পেয়াজের দামের এই আকালে যদি তাঁরা থাকতেন,
কী বলতেন?
😉🤣
#নেপোলিয়ন : আমাকে ১ কেজি পেয়াজ দাও,
আমি তোমাদের ইলিশ উপহার দেবো!
#রবীন্দ্রনাথ : পেয়াজ দাও মোরে পেয়াজ দাও।
#মুসোলিনি :
এককালীন পেয়াজের দাম কম থাকা,
সঙ্গত কিন্তু, সম্ভব নয়।
#জীবনানন্দ :
আবার আসিবো ফিরে,
পেয়াজের দাম কমিলে।
#হিটলার :
পেয়াজের দাম কমলেই জীবন, এটাই সার্বজনীন।
#কাজী_নজরুল :
চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল,
পেয়াজের বদলে খাবো আপেল ফল।
#আইনস্টাইন : এদেশের জন্য,
সবচেয়ে কঠিন কাজ হলো, ভারতকে সন্তুষ্ট রাখা!
#সুকান্ত :
১৮ বছর বয়স কী দুঃসহ,
পেয়াজ পাওয়া যায়না অহরহ!
#বিলগেটস : পেয়াজের দাম যদি বাড়তি থাকে,
দোষটা সরকারের না, আপনার।
#সুফিয়া_কামাল :
হে কবি নীরব কেন?
ঘরে পেয়াজ নেই, তুমি কি জানো?
#রবার্ট_ক্রুস : আমি পরপর ৩ টাকা দামদর করেছি,
ব্যাস বাবা! আর পারছি না!
#আহসান_হাবিব :
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও,
যে অস্ত্রে পেয়াজ আনা যায়, ফিরিয়ে দাও!
#এরিস্টটল :
যে ব্যক্তি দাম বাড়লেও পেয়াজ বেশি খায়,
সে হয় দেবতা নাহয় পশু!
#আবু_জাফর_উবায়দুল্লাহ :
আমি কিংবদন্তির কথা বলছি,
সে কালে পেয়াজ ২৫ টাকায় পাওয়া যেতো,
আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি।
#এডাম_স্মিথ : পেয়াজের আরৎ, সম্পদের বিজ্ঞান!
#সৈয়দ_শামসুল_হক :
নূরুলদিনের কথা মনে পড়ে যায়,
যখন পেয়াজের মূল্যবৃদ্ধি হয়, দালালেরই আল্লখাল্লায়!
😀😀😃😃
🤣😂🤣😂🤣😂😉

*




7 Comments 899 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024