FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

কিছু দোয়া এর ফজিলত

কিছু দোয়া এর ফজিলত

*

:::আয়াতুল কুরসি পড়ার ফজিলত:::
১) আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০০০০
ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।
২) এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।
৩) এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে
পাহারা দেন।
৪) ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের মধ্যে
একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্য।
এবং মৃত্যু আযাব এতই হালকা হয়, যেন একটি পিপড়ার
কামড়।
৫) ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা
বৃদ্ধিলাভ করে।

সুরা কাহফ শুক্রবারে পড়া

হযরত মুহাম্মদ (সা) বলেন," ‘‘যে ব্যক্তি # জুমুআ বারে সূরাতুল
# কাহফ পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে # দুই জুমুআর মধ্যে
# নূর দ্বারা ঘিরে রাখবেন" (সুনান বায়হাকী, কিতাবুল জুমুআ, হাদীস নম্বর ৫৮৫৬; মুসতাদরাক হাকেম, কিতাবুত তাফসীর,, ইমাম # হাকেম বলেন হাদিসটি # সহিহ )

নামাজ সবার আগে কেন পড়বেন?
(১) নামাজের হিসাব হবে
কিয়ামতের দিন সবকিছুর
আগে।
(২) নামাজ অশ্লীল ও মন্দ কাজ
থেকে বিরত রাখে।
(৩) নামাজ আল্লাহর কাছে সবচেয়ে
প্রিয় ইবাদত।
(৪) নামাজ বান্দা ও রবের মাঝে
সেতুবন্ধন।
(৫) নামাজ বর্জন মানুষকে কাফিরে
পরিণত করে।
(৬) নামাজ বর্জনকারী জাহান্নামের
অধিবাসী।
(৭) নামাজ বর্জনকারীর দায়িত্ব
আল্লাহ নেন না।
(৮) নামাজ দুনিয়ার বালা -মসিবতের
সময় স্বস্তি
দান করে।
(৯) নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা
মুমিনদের
জন্য ফরজ।
(১০) নামাজের উপদেশ করে গেছেন
আমাদের প্রিয়
নবী মৃত্যুর আগ মূহুর্তেও।
আপনি নামাজ পড়েও যদি অশ্লীল ও মন্দ কাজ ছাড়তে না পারেন তাহলে বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। উপরোক্ত কারণগুলো ছাড়াও নামাজে অনেক উপকারিতা রয়েছে।
আল্লাহ যেন আমাদের সকল
মুসলিমদেরকে দিন ও
রাতে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার
তৌফিক দান
করেন ..আমীন।।

*




2 Comments 655 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024