FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আমাদের বিজয় দিবস

আমাদের বিজয় দিবস

*

#আমাদের_বিজয়_দিবস

১৮৫৭ সাল,
মুসলিম,হিন্দু আর বৌদ্ধদের ছিল বাস,
একসাথে মরবে বাঁচবে এই ছিল আশ।
নাম ছিল ভারতবর্ষ,সব জাতি ছিল মিলেমিশে,
হঠাৎ এই দেশে বানিজ্য করতে ইংরেজরা আসে।

নীল চাষ করতে চাষীদের বাধ্য করায় বারবার,
রাজী না হলে কত মার,কত নির্যাতন,কত অত্যাচার!
তারা শাসন করে প্রায় দুইশত বছর,
ভূত নয়,জ্বীন নয়,এত মানুষরূপী অসুরের আছর!

তাদের বিতারিত করতে লড়ে সূর্য্যসেন,লড়ে সিরাজউদ্দৌলা,
করিতে রক্ষা নিজ সংস্কৃতি আর নিজ দেশের আশা।
অবশেষে পলাশীর যুদ্ধে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলা,
বিশ্বাসঘাতকতা করে মীর জাফর,রায়দুর্লভ ও তার খালা।

১৯৪৭ সাল,
এবার ইংরেজরা বাধ্য হয় ভারতবর্ষ ত্যাগ করতে,
হিন্দু-মুসলমান দ্বিজাতি মতবাদ দিয়ে ভারতবর্ষ ভাগ করে।
একদিকে ভারত,অন্যদিকে পূর্ব ও পশ্চিম পাকিস্তান,
পূর্ব পাকিস্তানে হলো অবলাদের অবস্থান।

পাকিস্তান অধিরাজ্যে সরকার করে ঘোষনা,
বাংলা নয়,উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা!
বাংলাভাষী মানুষের গভীর ক্ষোভের জন্ম হয় মনে,
আন্দোলন দমনে পুলিশ তখন ১৪৪ ধারা জারি করে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সারাজীবনের তরে,
ভাষার জন্য রফিক,সালাম,বরকত,জব্বাররা মরে।
ছাত্রজনতার উপর ২৩ শে ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায়,
পাকিস্তানরা নির্লজ্জ,পাশবিক পুলিশি হামলা চালায়।

মেডিকেল কলেজ হোষ্টেলে শহীদ মিনার গড়ে উঠে রাতারাতি,
শহীদদের স্মৃতি অম্লান রাখতে তাই আমরা ফুল অর্পন করি।

১৯৫৪ সাল,
যুক্তফ্রন্ট গঠনের ভিত্তিতে নতুন নায়কের উত্থান,
গায়ে কটি-পাঞ্জাবি,নাম তার শেখ মুজিবুর রহমান।
লাহোরে,১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি,
পেশ করেন তিনি ৬ দফা দাবী।

আইয়ুব খানের বিরুদ্ধে শুরু করেন আন্দোলন,
দুই বছর জেলে কাটে,আবশেষে মুক্তি পান।
মামলা করে মুজিব,৩৪ সামরিক ও সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে,
ইতিহাসে যা সুপরিচিত 'অাগরতলা ষড়যন্ত্র মামলা' নামে।

১৯৭১ সাল,
২৬শে মার্চের গভীর রাতে,জানোয়াররা গোলাগুলি করে,
বাঙ্গালী তখন ঘুমে,হঠাৎ শব্দ শুনে শুধু অার্তনাত করে।
প্রাণ রক্ষা করতে তারা এদিক ওদিক ছোটে,
জানোয়াররা নিস্তব্ধ হয় না,আরও হিংস্র হয়ে উঠে।

স্বাধীনতার ডাক দিলেন জিয়াউর ও জাতির জনক,
এবার তবে নেড়ে উঠে বাঙ্গালীর টনক।
মুজিব জেলে,তখন না পেয়ে কোনো উপায়,
দিনমজুর,কৃষক,শ্রমিকরা মিলে মুক্তিফৌজ সাজায়।

যুদ্ধ চলে সমানে সমানে,তবে জয় হবে কার?
জানোয়ারদের সাথে হাত মেলায় এবার হিংস্র রাজাকার।
রাজাকারদের নিয়ে তারা বিছায় নতুন নতুন জাল,
আমার ভাইয়েরা মরে,বাংলার মৃত্তিকা হয় লাল।

পশুর মত মায়েদের ইজ্জত লুটায়,বোনদের করে ধর্ষন,
শহীদ ভাইদের মাংস খায় শেয়াল,কুকুর,শকুন।
ত্রিশ লক্ষ ভাই জীবনের মায়া না করে,
তারা অজয়,তারা নির্ভীক,তারা দেশের জন্য মরে।

নয় মাস যুদ্ধ করে দূর হলো সব ভয়,
অবশেষে পেলাম সে কাঙ্ক্ষিত জয়।
আজ অানন্দ কর,উল্লাস কর,কর উদযাপন,
বিজয় দিবসে শহীদ ভাইদের করো শ্রদ্ধা জ্ঞাপন।

*




2 Comments 618 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024