FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Ip Man ( 2008 ) Movie Review By Lebu

Ip Man ( 2008 ) Movie Review By Lebu

*

Movie Name :: Ip Man ( 2008 )

Genres :: Action | Biography | Drama | History

Director:: Wilson Yip

Writer :: Base On Yip Man's Life

Country :: Hong Kong,China

IMDb :: 8/10
Personal Rating :: 10/10



Ip Man মুভি টা মোট ৫ টি পার্ট, প্রতিটা পার্ট ই আলাদা আলাদা স্টোরি + ভ্যালু বহন করে তাই আলাদা আলাদা ভাবে রিভিউ লিখসি!


Ip man মুভি ২০০৮ এ প্রকাশিত হয় এবং ব্যাপক সারা জাগায় পুরো বিশ্বজুড়ে!
এই মুভিতে দেখানো হয়েছে yip man নামক একজন গ্রেন্ড মাস্টারের জিবনের খন্ডাংশ।

মূলত তিনি ছিলেন তখনকার সময়কালে সব চেয়ে এক্সপার্ট লেভেলের একজন মাস্টার, সবার সম্মানের পাত্র। অনেকে উনার সাথে চেলেঞ্জ দিয়ে হেরে গেসেন।

শুধু মাত্র এই কারনে আমি মুভি টা দেখতে বসি নি, Bruce Lee কে চিনে না এমন কোন লোক হয়ত এই পর্যায়ের সময়ে কেউ নেই, ip man ছিলেন ব্রুস লি এর একমাত্র শিহ্মক, তিনি ব্রুস লি কে Wing chun শিহ্মা দেন,
ব্রুস লি এর মাস্টার ছিলেন ip man!



মুভিতে দেখানো হয়েছে ৭ জুলাই ১৯৩৭ এ জাপান আর চীনের সাথে যে যুদ্ধ হয় তার বিদ্ধস্ততা কত ভয়ানক ছিলো সেই দৃশ্য।
এবং কত কস্টে জীবনযাপন করে তিনি চীনের মার্শাল আর্ট ধরে রেখেছিলেন সেই স্টোরি।


আমি কোন স্পয়লার দিব না! কিন্ত এতটুকু বলি এটা যে শুধু মারামারির মুভি তা কিন্ত না,
একজন আদর্শ ব্যাক্তির পরিবার কেমন হয়া উচিত এবং নিজের পরিবারকে ভালোবাসার একটা অসামান্য চেহারা ভেসে উঠেছে মুভিতে।


চীনের লোকেরা নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখতে নিজের শেষ দম টুকু দিতে রাজি থাকে!
তেমনি যুদ্ধরত অবস্থায় কিভাবে টিকে থাকে তারা সেটা এই মুভিতে দেখতে পাবেন।

wing Chun হলো সব চেয়ে উচু মাত্রার একটি মার্শাল আর্ট টপিক,যার শুরু হয় yip man এর হাত ধরে। আজ বিশ্বের লাখো মানুষ এই মার্শাল আর্ট শিখে, আর এটাই ছিল yip man এর সপ্ন।
Bruch Lee এর জন্য অনেক সহযোগীতা এবং ছড়ানোর কাজ করেছেন।


আমি মনে করি প্রতিটা মুভি দেখা মানুষ এর মুভি টা দেখা উচিত।
ব্যাপক শিহ্মা আর পরিবারকে ভালোবাসার অসম্ভব একটা লেসন এখান থেকে পাবেন আপনি!

আরেকটা মজার বিষয় বলে রাখি, এই মুভি দেখার সময় আপনার হাত পা এদিক ওদিক ছুড়াছুড়ি করতে পারেন তাই দেখবেন কারো গায়ে যাতে না লাগে -hehe-


আগেই বলেছি ৫ টা পার্ট আছে ip man এর, তো এটা ছিল প্রথম পার্ট
২য় পার্টে ip man 2 নিজে চর্চা করব।
দেখা হবে ২য় পার্টে
ধন্যবাদ
লেবু 😉

(ধন্যবাদ @fahim@ ভাইকে মুভি রিভিউ এর ক্যাটাগরি এড করার জন্য)


*




16 Comments 649 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024