FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Ip Man 3 (2015) Movie Review By Lebu

Ip Man 3 (2015) Movie Review By Lebu

*

Movie Name :: Ip Man 3 ( 2015 )

Genres :: Action | Biography | Drama | History

Director:: Wilson Yip

Writer :: Tai-lee chan, Lai - Yin Leuug, Edmond wong

Country :: Hong Kong,China

IMDb :: 7.1/10

Personal Rating :: 9/10




Ip Man (2008 ) Movie review By Lebu

Ip man 2 (2010 ) Movie Review By Lebu



Ip Man সিরিজের ৩য় মুভি এটা Ip man 3


ip man এর সকল মুভির থেকে এই মুভি তে সব চেয়ে বেশি একশেন দেখা যাবে, আর বলা যায় এই মুভি ই মূল টার্ন আগামী দুই মুভির জন্য।


গত দুই সিকিউল দেখেছেন তারা বুঝবেন হং কং এ ip man যখন স্থান নিয়ে নেন তখন নতুন কিছু সমস্যার আবির্ভাব হয়,
আর এই সমস্যার গোড়ায় থাকে Mike Tyson.


হ্যা ঠিক ই শুনেছেন, এই মুভি তে বিখ্যাত বক্সার Mike Tyson রয়েছেন এবং তিনি ভিলেন হিসাবে নিজেকে তুলে ধরবেন।
আরো মজার ব্যাপার হচ্ছে ব্যাপক একটা ফাইট সিন রয়েছে ip man এর সাথে Mike Tyson এর।



আর মুভিতে এবার অনেক বেশি ইমোশন কাজ করবে,
আইপি ম্যান এর ছেলে, তার স্ত্রী এবং আরেক ভিলেনের ছেলে নিয়ে অনেক ইমোশন রয়েছে এখানে!



মুভিতে ডায়লগ গুলো আপনার মন কাড়বে, সত্য সঠিক কথা গুলো খুব সহজ ভাবে বর্ণনা করা হয়েছে মুভিতে,

এই মুভির আরেকটা ব্যাপার খেয়াল করতেই হয় যে ২য় ভিলেন হিসেবে রয়েছে তিনি আসলে খারাপ কোন মানুষ নন, টাকা আর কিছু প্ররোচনাতে তিনি আইপি ম্যান এর সাথে ফাইট করেন।
এখানে অনেক টুইস্ট রয়েছে, যা পরবর্তী মুভিতে আপনাকে সাহায্য করতে পারে।



আইপি ম্যান এর আগের মুভিগুলো তে বরাবর ই বলে আসছিলাম যে পরিবার অনেক বড় বিষয় এই মুভিতে,
ঠিক তেমনি পরিবারের কাউকে হারানোর যে কস্ট আর তার অবর্তমান বিষয় গুলি কিভাবে জানান দিতে পারে একটা মানুষকে এটা খুব স্পষ্টতার সাথে দেখানো হয়েছে মুভিতে!



আমরা সবাই ছোট বাচ্চাদের ভালোবাসি, বাচ্চাদের জন্য আলাদা টান সবার ই থাকে,
মুভিতে বাচ্চাগুলোর অভিনয় আমাকে পুলকিত করেছে, অবাক লাগে কিভাবে ট্রেইন করা হয় এত সুন্দর করে!



২য় ভিলেন সম্পর্কে একটু বলি, তিনিও মার্শাল আর্টের এক্সপার্ট, খুব ই ভালো wing chun জানেন,
মুভিতে দেখতে পাবেন কিভাবে একটা যোগ্য মানুষ অযোগ্য কোথাও গিয়ে ঘানি টানে অন্যকারো..
টাকার অভাব মানুষকে অমানুষ করতে হয়ত কয়েক সেকেন্ড ও সময় নেয় না!



২য় ভিলেন কে নিয়ে আলাদা একটা মুভি বের হয় আইপি ম্যান ৩ এর পর। অনেকে সেই মুভি টা দেখে নি কারণ সেখানে আইপি ম্যানের কোন ভিজিউল নাই। কিন্ত তবুও আমি দেখসি যে কেনো আলাদা ভাবে মুভি বানাবে, এত রিস্ক কেনো নিবে যে আইপি ম্যান সিরিজে আইপি ম্যান এর চরিত্র বাদ দিয়ে মুভি তৈরী করল।


এটার উত্তর দিব পরবর্তী রিভিউ এ,
নেক্সট রিভিউ হবে ip man সিরিজের চতুর্থ মুভি Master Z: The Ip Man Legacy।

-------------


মুভির লিংক ডিরেক্ট দেয়া যায় না বিধায় আমি মুভির লিংক গুলো দিতে পারি না, আপনারা সহজেই যেকোন মুভি সাইটে মুভিটি পাবেন, আর টরেন্ট হলে তা বেশি দ্রুত এবং সহজ হয়।
টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করবেন তার একটি সহজ মেথড আমি লিখে রেখেছি চাইলে সেটা দেখতে পারেন


Any Movie Download Method From Torrent By Lebu



(আপনাদের মতামত কাম্য, লিখায় কোন পরিবর্তন কিংবা প্রয়োজন হলে আমাকে জানান, এবং আপনারা কোন মুভির রিভিউ যদি চান আমাকে সেই মুভি সাজেস্ট করেন, এতে করে আপনাদের পছন্দমত মুভির রিভিউ দিতে পারব)



নেক্সট রিভিউ দেয়া পর্যন্ত ভালো থাকবেন
ভুল মার্জনা করে দেখবেন
ধন্যবাদ
লেবু 😉


Movie's Trailer::


-Shared a Youtube Video




*




2 Comments 584 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024