FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

হোম কোয়ারেন্টাইন পদ্ধতি

হোম কোয়ারেন্টাইন পদ্ধতি

*

১. একটি পৃথক কক্ষ বেছে নিন, এটাচ বাথ ও ওয়েল ভেন্টিলেটেড হলে ভালো হয়।
২. দরজা বন্ধ রাখুন, জানালা খোলা রাখুন। রুমে এয়ারকন্ডিশনার থাকলে বন্ধ রাখুন।
৩. অন্য কেউ রুম শেয়ার হতে বিরত থাকুন।
৪. বাসার অন্য সবার হতে অালাদা একটি বাথরুম ব্যাবহার করুন। যদি বাসায় একটিই বাথরুম থাকে তবে কোয়ারেন্টাইন কৃত ব্যাক্তি প্রতিবার সবার শেষে যাবেন এবং নিজে পরিষ্কার করে অাসবেন।
৫. কোয়ারেন্টাইন রত ব্যাক্তি মাস্ক পরিধান করবেন। অালাদা পাত্রে খাবেন।
৬. যাবতীয় সিক্রেশন, টিস্যু, ব্যাবহৃত মাস্ক রুমের ভিতরে একটি বিনে ডাবল পলিথিন ব্যাগে জমাবেন। টেস্ট রিজাল্ট নেগেটিভ অাসলে ডিসপোজ করবেন।
৭. ঐ ব্যাক্তির নিকট সার্বক্ষণিক একটি মোবাইল থাকবে এবং পরিবারের সাথে যোগাযোগ দরজা বন্ধ করে অথবা মোবাইলে হবে।
৮. ঐ ব্যাক্তির যাবতীয় প্রয়োজনে ঘরের যে কোন একজন যিনি অপেক্ষাকৃত তরুন ও ভালো স্বাস্থ্যের অধিকারী তিনি নিয়োজিত থাকবেন। তিনি ক্লোস কন্টাক্ট না হয়ে প্রটেকশন নিয়ে তাকে সহায়তা করবেন।
৯. যে বাসায় যেকোন একজন কোয়ারেন্টাইন এ অাছেন সে বাসায় সবধরনের ভিজিটর নিষিদ্ধ থাকবে কোয়ারেন্টাইন রত সময়কালে।।

আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন! আমিন

*




0 Comments 591 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024