FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

সত্যিকারের বাস্তবতা !!

সত্যিকারের বাস্তবতা !!

★বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে,
আপনি যতটুকু জানেন,
মনে মনে ভাবেন আপনি তার চেয়ে বেশি জানেন।

★মার্ক জুকারবার্গ ফেসবুকের রঙ নীল করেছিলেন। কারণ বর্ণান্ধ হওয়ার জন্য তিনি লাল এবং সবুজ রঙ বুঝতে পারেন না।
তিনি যে রঙটা সবচেয়ে ভালো দেখতে পেতেন,
সেটি ছিল নীল।

★পৃথিবীর সর্বশেষ মানব একাকী একটা রুমে বসে আছেন।
হঠাৎ
কে যেন তার দরজায় নক করল।
(এটাই পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প। লিখেছেন আমেরিকান লেখক ফ্রেডরিক ব্রাউন।)

★তেলাপোকার শরীরে মানুষের স্পর্শ লাগলে এটা দ্রুত সরে গিয়ে নিজের শরীর পরিষ্কার করে ফেলে।
☞ যে ঘরে বাতির রঙ নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবে। কারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল!!!

☆ যদি দুধকে দুই ঘণ্টা রোদে রাখা হয়,
তাহলে দুধের মধ্যে থাকা ভিটামিন-বি নামক উপাদানের দুই-তৃতীয়াংশ উধাও হয়ে যাবে।

collected

*




0 Comments 380 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024