FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

রক্তপাত এর প্রাথমিক চিকিৎসা

রক্তপাত এর প্রাথমিক চিকিৎসা

কোন ব্যক্তির শরীরের কোন অঙ্গ বা প্রত্যঙ্গ বা চামড়ার উপরিভাগ কেটে গিয়ে যদি রক্ত বের হয়ে আসে তবে তাকে জরূরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার প্রয়োজন পড়ে।

রক্তপাত সাধারণত দুই ধরণের হয়- ক)বাহ্যিক রক্তপাত,খ) অভ্যন্তরীণ রক্তপাত।


বাহ্যিক রক্তপাতের প্রাথমিক চিকিৎসা-

ক)রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান শক্ত করে চেপে ধরুন।

খ)হাত বা পা কেটে গিয়ে রক্তপাত হলে ক্ষতস্থান হৃদপিন্ডের উপরে তুলে ধরুন। সেক্ষেত্রে রক্তপাত কম হবে,কারণ তরল পদার্থ কখনোই উপরের দিকে প্রবাহিত হতে পারে না।

গ)ক্ষতস্থানের উপর একটি পরিষ্কার কাপড়ের প্যাড দিয়ে শক্ত করে ব্যান্ডেজ

ঘ)এর পরেও যদি রক্তপাত না কমে সেক্ষেত্রে রক্ত চাপ বিন্দু বা প্রেসার পয়েন্ট চেপে ধরতে হবে।

অভ্যন্তরীণ রক্তপাতের প্রাথমিক চিকিৎসাঃ

ক)নাক থেকে রক্ত বের হলে ছবির মত করে হালকাভাবে মাথা নিচু করে দিয়ে নাকটি চেপে ধরুণ।

খ)কান থেকে রক্তপাত হলে কানে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন।

গ)শরীরে চামড়ার ভেতর থেকে রক্তপাত হলে সেখানে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে বারবার সেক দিতে থাকুন অথবা বরফ প্রয়োগ করুন(বরফ কখনোই সরাসরি প্রয়োগ করা যাবে না।একটা পরিষ্কার পাতলা কাপড়ে রেখে আলতোভাবে ঘষতে হবে।)।(এই ধরণের রক্তপাত হলে ঠান্ডা পানি অথবা বরফের সেক দিতে হবে)


যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে বা হাসপাতালে নিতে হবে ।

তথ্যসূত্রঃ
সমাজ ভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সহায়িকা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আশীষ কুমার মণ্ডল
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

*




0 Comments 404 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024