1. আল্লাহর সাথে শরিক করা 2. নামায পরিত্যাগ করা 3. পিতা-মাতার অবাধ্য হওয়া 4. অন্যায়ভাবে মানুষ হত্যা করা 5. পিতা-মাতাকে অভিসম্পাত করা 6. যাদু-টোনা করা 7. এতিমদের সম্পদ আত্মসাৎকরা 8. জিহাদের ময়দান থেকে পলায়ন করা 9. সতী-সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়া 10. রোযা না রাখা 11. যাকাত আদায় না করা 12. ক্ষমতা থাকা সত্ত্বেও হজ্জ আদায় না করা 13. যাদুর বৈধতায় বিশ্বাস করা 14. প্রতিবেশীকে কষ্ট দেয়া 15. অহংকার করা 16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো) 17. আত্মহত্যা করা 18. আত্মীয়তার সর্ম্পক ছিন্ন করা 19. অবৈধ পথে উপার্জিত র্অথ ভক্ষণ করা 20. উপকার করে খোটা দেয়া 21. মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা 22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা 23. জুয়া খেলা 24. তকদীর অস্বীকার করা 25. অদৃশ্যের খবর জানার দাবী করা 26. গণকের কাছে র্ধনা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া 27. পেশাব থেকে পবিত্র না থাকা 28. রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে মিথ্যা হাদীস র্বণনা করা 29. মিথ্যা স্বপ্ন র্বণনা করা 30. মিথ্যা কথা বলা 31. মিথ্যা কসম খাওয়া 32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা 33. জিনা-ব্যাভিচারে লিপ্ত হওয়া 34. সমকামিতায় লিপ্ত হওয়া 35. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা 36. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা। 37. যার জন্যে হিল্লা করা হয় 38. মানুষরে বংশ র্মযাদায় আঘাত হানা 39. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা 40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা 41. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া 42. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো 43. কোন অপরাধীকে আশ্রয় দান করা।
Posted By: sotto_ferdous (Premium User!)
Post ID: 6387
Posted on: 4 years 11 months ago
Authorized by: ChatGirl