অনেকসময়ই প্রফেশনাল মেক আপ আর্টিস্ট না থাকায় ঠিক কীভাবে মেক আপ করা উচিত তা বুঝতে অসুবিধা হয়। কিছুসময় তো ওভার মেক আপও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। দশটা আটটার ব্যস্তজীবনে মেক আপের পিছনে কতটাই বা সময় দেওয়া যায়? অথচ মেক আপ ছাড়া যেকোনও রকমের আউটিং অসম্ভব ব্যাপার। তাই আপনার জন্য নিচে রইল মেক আপের এগারোটি সহজ স্টেপস যার মাধ্যমে দশ মিনিটেই আপনার লুক হয়ে উঠবে পারফেক্ট।
১। মুখ পরিষ্কার করে নিন: ১। মুখ পরিষ্কার করে নিন: ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। তোয়ালে দিয়ে মুছে ভালো করে টোনার লাগিয়ে নিন। টোনারের পর ময়শ্চারাইজার লাগান সারামুখে।
By Satyaki Bhattacharyya Updated: Tuesday, May 14, 2019, 11:00 [IST] অনেকসময়ই প্রফেশনাল মেক আপ আর্টিস্ট না থাকায় ঠিক কীভাবে মেক আপ করা উচিত তা বুঝতে অসুবিধা হয়। কিছুসময় তো ওভার মেক আপও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। দশটা আটটার ব্যস্তজীবনে মেক আপের পিছনে কতটাই বা সময় দেওয়া যায়? অথচ মেক আপ ছাড়া যেকোনও রকমের আউটিং অসম্ভব ব্যাপার। তাই আপনার জন্য নিচে রইল মেক আপের এগারোটি সহজ স্টেপস যার মাধ্যমে দশ মিনিটেই আপনার লুক হয়ে উঠবে পারফেক্ট।
১। মুখ পরিষ্কার করে নিন: ১। মুখ পরিষ্কার করে নিন: ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। তোয়ালে দিয়ে মুছে ভালো করে টোনার লাগিয়ে নিন। টোনারের পর ময়শ্চারাইজার লাগান সারামুখে।
২। ফাউন্ডেশন ও ফেসপাউডার লাগান: ময়শ্চারাইজার লাগানোর দশ মিনিট পর হাতে এক ফোঁটা ফাউন্ডেশন নিয়ে গালের বিভিন্ন জায়গায় অল্প করে দিয়ে মেখে নিন। এতে গালের জেল্লা বাড়ে। এবার পাফ দিয়ে অল্প ফেসপাউডার আপনার সারা গালে বুলিয়ে নিন।
Posted By: sotto_ferdous (Premium User!)
Post ID: 6389
Posted on: 4 years 11 months ago
Authorized by: ChatGirl