একটা সময় ছিলো যখন আমাদের দেশে সুস্থ সংস্কৃতির চর্চা হতো। বেশিদূর যেতে হবে না, আঁশি নব্বইয়ের দশকে তাকালে দেখা যাবে তখনকার সিনেমাগুলো ছিলো পরিবার নিয়ে দেখার মতো।
নায়ক নায়িকাদের অভিনয়ও ছিলো অনবদ্য। শাবানা, আলমগীর, রাজ্জাক, ববিতাদের ছবি দেখার জন্য মানুষের আগ্রহও ছিলো দেখার মতো।
সময়ের সাথে মানুষের রুচির (!) পরিবর্তন হয়েছে। এখনকার সিনেমাগুলো আর পরিবার নিয়ে দেখা যায় না। পাশ্চাত্য সংস্কৃতির কালো থাবা গ্রাস করেছে আমাদের সেই বাঙালি সংস্কৃতিকে। এখন আমরা যে বাঙালি, এটা প্রমাণ করতে একটা নির্দিষ্ট দিনের প্রয়েজন হয়। আগেকার দিনে সকাল হলে মানুষের ঘর থেকে কেরআন তেলাওয়াতের গুণ গুণ শব্দ ভেসে আসতো, আর এখন সকাল হলে ঘর থেকে ভেসে আসে হয় হিন্দি আর ভারত বাংলা সিরিয়ালের শব্দ আর না হলে পাশ্চাত্য দেশের ছড়িয়ে দেয়া ডিজে গানের শব্দ। হায়রে বাঙালি। তারা যে ধীরে ধীরে আমাদের নিজেদের মধ্যে রেষারেষী সৃষ্টি করে আমাদের ধ্বংস করে দিচ্ছে এটা মনে হয় আমরা মরার পর বুঝব। আর তখন আমাদের কিছুই করার থাকবে না।
যা লিখলাম, মনে যা আসলো তাই লিখলাম। বাস্তব অভিজ্ঞতা থেকে লিখলাম। মিলিয়ে নেবেন আপনার চারপাশের সাথে।
Posted By: MoTu (Premium User!)
Post ID: 6395
Posted on: 1 year 10 months ago
Authorized by: ChatGirl