FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

কিছু কথা!!

কিছু কথা!!

*

--যে মানুষগুলো সাধারণত আমাদের
ভালোবাসা শেখায়। তারাই আবার এক সময় বলে,
"আমাকে ঘৃনা করো, আমি সেটারই প্রাপ্য"।
কেনো বলে জানেন?
--কারণ একটা সময় পর সে বুঝে যায় আপনাকে তার, আর দরকার নেই। সে যা চায় আপনি একদমই তা নয়।
তার হয়তো আকাঙ্ক্ষার প্রাপ্তি আপনাকে দিয়ে সম্ভব নয়। তাই একটা সময় এসে মাঝপথে আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়।
আবার মাঝেমধ্যে ফিরেও আসতে চায়।
কখন সেটা জানেন?
যখন বুঝতে পারে আপনি তাকে বাদ দিয়ে নতুন কিছু ভাবছেন।
তখন সে আপনার সে ভাবনাকে মোটিভ করে আপনার জীবনে আবার ফিরে আসতে চাইবে। সে আপনাকে ধরে রাখতে চাইবেনা কখনও, কিন্তু ছেড়ে যেতে চাইলে বাঁধা হয়ে দাড়িয়েও থাকবে।
আসলে একবার সেই মানুষটাকে প্রশ্ন করুন,
"আসলে তুমি কি চাও "?
আমি জানি সে এক বাক্যে বলবে, আমি জানিনা!
সত্যিই সে কিন্তু জানেনা ,সে কি চায়?
এই জানিনা বলা মানুষগুলো যাদের জীবনে এসেছিলো, তারাই বলতে পারবে জীবনে জানিনা শব্দের মতো মধ্যবর্তী পরিস্থিতির মুখোমুখি হওয়া কতটা কষ্টের।
তারপরও বলছি, এই শব্দের তোয়াক্কা না করে এবার নিজের কথা ভাবুন।
কারণ যে কিছুই জানেনা, সে কখনও আপনার হাত ধরতে চাইবেনা। বরং, হাত ধরার অভিনয় করে আপনাকে একা রেখে সব ঠিকঠাক চালিয়ে নেবে।
তাই আপনিও চলতে চেষ্টা করুন তাকে ছাড়া, যে আপনাকে ভাবে অচল।
আপনি তাকেও বুঝিয়ে দিন সে ছাড়া আপনি কতটা সচল!
❤💓

*




0 Comments 420 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024