FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

থেকে যাওয়ার পদ্য - সুশান্ত পল

থেকে যাওয়ার পদ্য - সুশান্ত পল

*

থেকে যাওয়ার পদ্য
---------------------------------

চাই না তোমার ভুবনজুড়ে থাকুক বসত অন্য কারও;
থাকলে তাকে ঠেলব দূরে একেবারেই, সরিয়ে দেবো যতটা পারি।
তোমার সবটা আমার, তোমার সবটুকু চাই!
ওটা হতে দেবো না অন্য কারও,
তোমায় নিতে দেবো না আর কাউকেই!
রাখব না তো লুকিয়ে কিছু---যা আছে মনে।
যাকে রাখছ কাছে, তাকে ছাড়িয়ে নিতে যাব না ভুলেও!
ভালোই শুধু বাসব আরও, জড়িয়ে নেব সমস্তটা আড়াল করে!

ওই যে ওই চাঁদটা দেখো,
কেমন করে মায়া খোঁড়ে!
দেখেছ কখনও অমন করে?
আমিও ওই চাঁদটা হব…তোমার আকাশজুড়ে,
মায়া খুঁড়ব, তোমায় ছোঁব,
আদর দেবো, ভালোবাসব---যেটুক পারি, যতটা পারি।
চোখ ফুলিয়ে, ঠোঁট ফুঁপিয়ে…ঠিকই দেখো, সময়মতো
বাগিয়ে নেব। তোমায় আমি নেবই নেব!
পারবে না কেউ আমি হতে…দিচ্ছি বলে!

এই শোনো না, তুমি আর কখনও ব্যস্ত এমন থেকো না তো!
তুমি এত ব্যস্ত হলে জ্বালাব কাকে?
আমার মেসেজ পেয়ে বিরক্তিতে…টুং টাং টুং শব্দ শুনে
মনে মনে একশো বকে আমায় আর দেবে কে?
এ মনে বড় ইচ্ছে জাগে, তোমায় আরও একটু জ্বালাই…সারাজীবনই!

দেখো, তুমিই তো বলো, জীবনটা খুব অল্পদিনের!
এখানে হাত গুটিয়ে বসে বসে দিনফুরোনো বারণ ভীষণ!
তা হলে আমায় এখন বলো, তোমায় খুব জ্বালানোর
তেমন সময় আর পাবটা কখন?
এই মুহূর্তটাও যদি চলে যায়, তখন বলো, কে দেবে এনে
তোমার কাছে এমন নতুন নতুন বায়নাগুলো?

দেখো, তুমি মিলিয়ে নিয়ো…আমিই হব
শেষবিকেলে কোকিল তোমার, নয়তো চড়ুই।
ক্লান্তক্ষণে কিচিরমিচির ডাকব তোমায়…
পান্তাভাতে শুকনোমরিচ, রুইয়ের পাতে ডালের বড়ি…আমিই হব!
চালতাআচার, ঠোঁট ঠেলে টক…আমিই হব,
নয়তো হব কফির মগে শেষ যে চুমুক!
আসবে…যাবে, এমন মানুষ তো অনেকই পাবে!
তোমায় মেনে তোমার পাশে শেষদিনেও থাকবে এমন---
কেবল আমায় পাবে, কেবল আমায় পাবে!

*




0 Comments 461 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024