FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

প্রেমের হাত

প্রেমের হাত

*

লক্ষ্যে পৌঁছে কিংবা পথের কোথাও থেমে থেকে
যদি যাত্রা শেষ হয়ে যায়, তবুও সত্যি ছিলো পথ চলা।
তেমনই আবেগ ছিলো গন্তব্যের প্রতি, নিষ্ঠার কোন
কমতি ছিলো না; দিগন্তের অস্পষ্ট গাছে সব পাখি
একই রকম সুখী নয়, তাদের ডানায় কাঁপে একই
আকাশ! আমাদের হৃদয়ের অবকাশে যে স্বতঃস্ফূর্ত
ঢেউ আন্দোলিত হয় অসীম সাগরের মত তারও
স্তব্ধতা আছে; কোন বালুকাবেলার কাছে সব ফেনা
অবনত হয়, কোন একটি মুখের কাছে শান্ত হয় দিঘি।
অজস্র নক্ষত্র অপচয় করে বিশেষ তারায় দিক
খুঁজে পায় চোখের বিক্ষিপ্ত আলো; অনেক রাত
ফুরিয়ে যায়; আকাশ, ছায়াপথ, সমুদ্রের বেগ নিয়ে
নাবিকের দিন কাটে। নক্ষত্রগুলো বন্দরের মত--
কেউ যেন চিরকাল স্থান দেয় না, কেউ চায়ও না আশ্রয়।
শুধু ঢেউ থাকে, মেঘের যাত্রা থাকে, আর শুকনো
পাতায় ঢাকা পথ; তোমার কাছে গিয়ে অথবা দূরেই
থেকে, কাছে পেয়ে কিংবা না পেয়ে সব সময় কার
স্পর্শ অনুভব করি? মৃত ফুল নাকি পুরনো বাতাস,
নক্ষত্রের ছায়া, বন্দরের আলো নাকি স্মৃতিগ্রস্ত প্রেত!
তুমি যেখানেই থাকো আমি ছুঁয়ে আছি প্রেমের হাত।

*




0 Comments 503 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024