FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

চোর পুলিশ খেলা

চোর পুলিশ খেলা

*

২০০৪ সাল,
তখন আমি ৫ম শ্রেণীতে পড়তাম। সেবার ঈদুল ফিতরের সময় আব্বু আমাকে একটা খেলনা * পিস্তল কিনে দিয়েছিলো। -victory-
তো এলাকায় আমার সমবয়সীদের নিয়ে চোর পুলিশ খেলা শুরু করলাম ঈদের দিন। যাদের নিজেদের পিস্তল ছিলো তার হলো পুলিশ -police- আর যাদের পিস্তল ছিলো না তারা হলো গিয়ে চোর -thief-।
যথারীতি খেলা শুরু, আমি পুলিশ ছিলাম - তাই আমার কাজ ছিলো চোর কে ধাওয়া করা। তাও ১ টা চোর হলে কথা ছিলো -hehe-।পুলিশ ছিলাম ৬ জন আর চোর ছিলো ৯/১০ জন এর মতো। তাই চোর ধরতে অনেক বেগ পেতে হতো।
অবশেষে একজন চোরকে টার্গেট করে ধাওয়া করা শুরু করলাম। ধাওয়া করতে করতে এক সময় আমি টুপ করে একটা গড়ের মধ্যে পরে ডুবে গেলাম -pain-। এটা কি হলো? -bwhy-। পুলিশের এই হাল - এটা তো মেনে নেয়া যায় না -haha5-।
পরে কোন রকম উঠলাম গড় থেকে। গড় টা ছিলো মাঠের পাশেই, এর উপর কচুরিপানা পচে এমন ভাবে ভেসে আছে যে চোর ধাওয়া করতে গিয়া খেয়ালই করতে পারি নাই যে গড়।
পরে বাসায় যাওয়ার পর আম্মা কয়েকটা উত্তম মধ্যাম -mair- দিলো।

এটাই আমার ছোট্ট একটা ঈদ কাহিনী। -read-

*




3 Comments 486 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024