FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

My Archive For Eid Festival

My Archive For Eid Festival

*

আমি হিন্দু হলেও আগের ঈদগুলো অনেক আনন্দ করেই কাটাতাম। আগে ঈদ আসলেই আমরা হিন্দু,মুসলিম সব ফ্রেন্ডরা মিলে বেড়াতে যেতাম। আমরা সারাদিন ঘুরতাম। সবার আগে যেতাম আমাদের স্যার আর প্রফেসরদের কাছে। গিয়ে আগে ওদের সালাম করতাম। তারপর বন্ধুরা মিলে সমুদ্রে বেড়াতে যেতাম। তারপর আমরা ফ্রেন্ডরা রেস্টুরেন্টে খেতে যেতাম। আমরা এভাবে অন্তত ৩ দিন আনন্দ করতাম। ১ম দিন আমাদের ট্রিট দিত আমাদের মুসলিম ফ্রেন্ডরা। ২য় দিন আমরা ওদের ট্রিট দিতাম। চারদিকে হইছই হতো খুব ভালো লাগত। কিন্তু এবারের ঈদটা কেমন অদ্ভুত যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা নাই। কোথাও বেড়াতে যেতে পারছি না। সেই রেস্টুরেন্টে আনন্দ করতে যেতে পারছি না। স্যারদের সালাম জানাতে হচ্ছে ফোনের মাধ্যমে। তবে এই মহামারির দিনে সুস্থ থাকাটাই বড় কথা। সুস্থ থাকলেই সামনের ঈদে আবার বন্ধুদের সাথে আনন্দ করতে পারব। তাই এবারের ঈদটা কষ্ট করেই কাটায় দিলাম। সুস্থ থাকলে সামনের ঈদে আরো আনন্দ করব আশা করি। :)

*




7 Comments 606 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024