FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

অন্য রকম ঈদ

অন্য রকম ঈদ

*

"চাঁদের পালকি চড়ে
আসলো সবার ঘরে
আসলো খুশির ঈদ
বলো
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ ❤"



ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি।
ঈদ মানে সবার সাথে আনন্দের ভাগাভাগি।
ছোটবেলা থেকেই সেটাই জেনে এসেছি।
আর জেনে এসেছি ঈদ আসলেই নতুন জামা 😍
সেটা লাগবেই আমার।নতুন জামা ছাড়া ঈদ আমার ভাবনায় কখনো ছিলো ও না।
নতুন জামা পড়বো, ছবি তুলবো, ঘুরবো, বেড়াবো।হ্যাঁ , এটাই তো ঈদ,ঈদ তো এমনি হয়🙂

তবে এইবার ঈদ আসার আগেও তার কোনো প্রস্তুতি ছিলো না।ছিলো না নতুন জামা কেনার কোনো আগ্রহ।
চারদিকে এতো বড় বিপদ,মানুষের অসহায়ত্ব সবকিছু দেখে নিজেই এক প্রকার প্যানিক ডিজঅর্ডারে ভোগছিলাম :(
ভাবছিলাম শান্তি কোথায় পাওয়া যায়,কি করলে হাল্কা লাগবে নিজেকে 😐

মাথায় একটা আইডিয়া কাজ করলো, তা আব্বুর সাথে শেয়ার ও করলাম।আব্বুও খুশি মনে রাজি।😇
এই দুর্দিনে যদি আমাদের বাপ বেটির একটু সামান্য কেনাকাটা দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পারি সেটাই বা খারাপ কি?
প্রতিবার নিজের ফ্যামিলির জন্য ঈদ শপিং থাকতো, এইবার সেটা নিজে এলাকার কিছু মানুষের মধ্যে ভাগা ভাগি করে নিলাম।

হ্যাঁ, নিজের পরিবারের কেঊ ই নতুন জামা কিনতে পারিনি তবে তার চেয়ে মুল্যবান কিছু মানুষের সুখ কিনতে পেরেছিলাম-heart-

যেই আমি জামা ছাড়া ঈদ কল্পনাও করিনি,সেই আমি ই পরম তৃপ্তি নিয়ে সুখ বিলাতে দেখেছি।
একটু শান্তির খুঁজে পাগল হওয়া আমি এ শান্তিতে ঘুমাতে পেরেছি।

সুখি হওয়া কতো সহজ,ভালোবাসা কতো নির্মল, আনন্দ ভাগাভাগি কতোটা প্রশান্তির..
এ যেনো এক নতুন পাওয়া 😇


"অন্য রকম ঈদ "


এই অন্য রকম ঈদ টাই যেনো সারাজীবন আমার কাছে একি রকম থাকে।

পরিস্থিতি বদলে যাবে,একটা সুন্দর সকাল আসবে,একটা নতুন ভোর-heart-
কিন্তু আমার এই পাওয়া যেনো সবসময় ঠিক একি রকম থাকে।

ভালোবাসি!!
এই ক্রান্তি লগ্নে হওয়া অন্য রকম ঈদ!!!

*




9 Comments 580 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024