FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

অন্যরকম এক আনন্দময় ঈদ

অন্যরকম এক আনন্দময় ঈদ

*

প্রতিটি মুসলিমের ঘরে ঘরে ঈদ বয়ে আনে অনেক হাসি-খুশি আর আনন্দময় মূহুর্ত।
ঈদ মানেই রমজান মাসের দীর্ঘ সংযম শেষের উৎসবে মেতে ওঠার আনন্দ,, নতুন নতুন জামা পড়ার আনন্দ আর আম্মুর হাতের মজার মজার রান্না -yum-

তবে এবার যেন ঈদ মানেটাই বদলে গেলো মহামারীর ভয়ংকরতম তান্ডবে।
নিয়ম মেনে রমজান শেষে এবার ও ঈদ এসেছিলো ঠিক-ই কিন্তু সেই চাঁদ দেখার আনন্দে সবাই মিলে আড্ডা ছিলো না,ছিলো না নতুন পোশাকে বন্ধু বান্ধবের বাড়ি বাড়ি যাওয়া,ছিলোনা ঈদ গাহ মাঠে সেই হাজারো মানুষের জামায়াত, ছিলোনা একে অপরের সাথে কোলাকুলি করার সেই দৃশ্য,,
লকডাউন আর সামাজিক দূরত্বের আড়ালে ঈদের আনন্দটা যেন হারিয়ে গেলো।
এই সব কিছু অন্যরকম হবার পরেও একদিক দিয়ে আমরা দিনটাকে পেয়েছি নিজের পরিবারের সাথে।বন্ধু বান্ধবের সাথে দূরত্ব থাকলেও ভাই-বোন, কাজিনদের জন্য ঈদটা যেন নতুন করে স্মৃতিময় হলো

মনে হলো প্রতিবার ই তো আমরা ঘুরে বেড়াই কিন্তু এবার সারাদিন মা বাবা ভাই বোনদের সাথে সময় কাটিয়ে সেই শৈশবকাল যেন নতুন করে ফিরে পাওয়া গেলো
প্লান করা হয়েছিলো পরিবারের সবাই মিলে বাড়ির ছাদে পিকনিক, যেটা ছিলো অন্য রকম একটা আনন্দ,, তাদের এই প্ল্যান সবার বোরিং সময়ের মধ্যে অনেক আনন্দ নিয়ে এসেছিলো।রান্নার সময় আম্মুর হাতে হাতে কাজ করে দেয়া,একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা,খেলাধুলা করা সব মিলিয়ে একটা পারফেক্ট দিন গেছে।
আর পরিবারের সাথে সময় কাটানো মুহূর্ত গুলোই সত্যিকারের আনন্দময় মুহূর্ত
ঈদের আনন্দ মানে এটাই বুঝতাম যে বন্ধু-বান্ধব্দের সাথে ঘুরতে যাওয়া সেল্ফি তোলা ,,,
কিন্তু কে বলে বাড়ির বাইরেই শুধু সব খুশি পাওয়া যায়!
পরিবারের সাথে ঈদের দিনে সময় কাটানোতে সত্যি এক অন্য রকম আনন্দ যেটা অমূল্য একটা পাওয়া যা আর কোথাও নেই।
স্মৃতিময় দিন।।।

*




4 Comments 607 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024