FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Talking About Nepotism and Sushant Singh Rajput Death

Talking About Nepotism and Sushant Singh Rajput Death

*

নোপোটিজম ব্যাপার টা সব সময় ই আমাকে অপ্রস্তুত আর বিরক্ত করে।
ব্যাপার টা কি সেটার ছোট একটা ব্যাখ্যা দি আর এটাও বলি কেনো রাজপুতের সুইসাইডের সাথে এটা মিশে আছে আর আমাদের জীবনেও একদম লেপ্টে আছে।



নেপোটিজম হলো একদম চলিত ভাষায় বললে এক চোখা কাজ কারবার। যা আমাদের লাইফের প্রতিহ্মেত্রে হয়ে আসতেসে।


এখন যদি একটা প্রশ্ন করি, আপনি একটা পদে আছেন যেখানে আপনি একটা চাকরি দিচ্ছেন সেখানে আপনার ভাইগনা ও আছে আবার অন্য চাকরিপার্থী রাও আছে।


যদিও আপনার ভাইগনার চেয়ে হাজার গুন ভালো স্কিল ওয়ালা লোক থাকেও তাও আপনি চাইবেন আপনার ভাইগনাই চাকরি টা পাক।

নিজের কাছে প্রশ্ন করেন বুঝবেন নেপোটিজম কি।




এখানে রাজপুত এক্টর টা ছিল বাহিরের চাকরির খোজে আসা লোকের মত। টেলেন্ট ত ভরপুর ছিল তবে মামা চাচা খালা ফুফু বাপ ভাই এসব ছিল না বলিউডে।


সো কল্ড বিগ প্রডুসার কারান জোহার পুরা পুরি অপমান আর ডিস্কলিফাই করে দিসিল রাজপুতকে।

আরো অনেক অনেক ব্যাপার আছে যা আমি লিখতে পারতেসি না তবে বলিউডের ৯০% প্রডুসার + ব্রেন্ড রাজপুতকে ব্যান করে দিসিল তার ক্যারিয়ারের মাত্র ২ টা ফ্লপের জন্য।

বাকি ৬ টা যে কুপাইসে তা তারা দেখবে না।



এছাড়াও মিডিয়ায় উলটা পালটা নিউজ তো আছেই ভুরি ভুরি।
ফ্লপের কথা বললে সালমান খানের লাস্ট বাজরাংগি ভাইজান ছাড়া কোন মুভি টা হিট হইসে।

জঘন্য সব ফ্লপ মুভি দিয়েও সে টপ রেটিং।


আর অন্য দিকে

রাজপুত, মানোজ বাজপাই, পাংকাজ ত্রিপাঠি, রানদিপ হুডা, কাংনা, ভিভেক, আয়ুশমান ইত্যাদি অনেক এক্ট্রর এক্ট্রেস আছে যারা ১০ টা মাস্টারপিস বানালেও এরা আন্ডাররেটেড ই থেকে যাবে।

এদের কাছ থেকে মুভি হাতায় নেয়া হয়, পেমেন্ট দেয়া হয় না, ক্রিটিসিজম করা হয়।



আমরা যদি কোন জব করি সেখানকার বস যদি আমি বেশি কাজ করেও প্রমশন না দিয়ে কম কাজ করা অমুক এর ভাতিজা রে প্রমসন দেয় তখন কেমন লাগবে।


একজন অভিনেতার হ্মেত্রে তাদের লাইফের এক্টাই গোল যে ইন্ড্রাস্ট্রিতে টিকে থাকা।

রাজপুত এমন এক একটর যে নিজের মুভি যাতে মানুষ দেখে এজন্য পোস্ট এর কমেন্টে রিতিমত ভিহ্মা চাইতো যে হলে গিয়া মুভি দেইখা আসেন


অর ইনিস্টা, টুইটার সব জায়গায়।
আরো অনেক কারন আছে এত লিখা ত সম্ভব না তবে কিছু কথা বলি।



কেরেলা তে যখন বন্যা হল, দেড় কোটি রুপি কেরেলা সরকার রে সে দিসে এটা কেরেলা সরকার নিজে তার মারা যাওয়ার পর রিভিল করসে।


এই নিউজ শুনছেন? কোনো মিডিয়া বা শো বিজ বা কোথাও।

এটা রিভিল কখন হইলো? যখন সে দুনিয়াতেই নাই।

আরো অনেক স্টেটে তার ডোনেশন আছে।

একজন ফ্যান জাস্ট একবার বলসে তার কমেন্টে যে আমাদের এখানে করোনার জন্য দেয়ার মত কেউ নাই, রাতপুতের রিপ্লে ১ কোটি রুপি তার স্টেটে দিয়ে দিবে সে।

এগুলো কোন টা ই গুজব না, হিডেন ভাবে ছিল সব এখন রিভিল হচ্ছে।
তো মানুষ হিসাবে এমন ই ছিল।

রাজপুত বিহারের ছেলে, খুব ই গরীবি থেকে উঠে আশা একজন।
বলিউডের হর্তা কর্তা রা তাই তাকে মেনে নিসিলো না।



এখন বুজতে হবে সবাই তো আর নাওয়াজুদ্দিন সিদ্দিক না যে ভরপুর টেলেন্ট দিয়ে সব পিকচার হিট করবে।

দুর্বলতার সুযোগে জীবন দিতে হয়



সুইসাইড কখনো সাপোর্ট করি না,
কিন্ত সবার হ্মমতা থাকে না ক্রিটিসিজম আর নেপোটিজম হজম করে টিকে থাকা।
আশা করি তার ত্যাগে বলিউডের নেপোটিজম এর মুখস খুলবে।



নেপোটিজম প্রতি হ্মেত্রে আমাদের লাইফে, পরিবার থেকে ফ্রেন্ড সার্কেল সব জায়গায় এই নস্ট জিনিসের দূর্গন্ধ পাবেন
ডিরেক্ট ই বলি যদি আপনার মধ্যে এসব নেপোটিজম থাকে তাহলে মনে রাখবেন আপনার মত জঘন্য মানুষ হয় না।


এখন খুজে দেখেন কোন পর্যায়ে কে


ধন্যবাদ

*




2 Comments 521 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024